ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

স্বনির্ভর বাংলাদেশ গঠনে জোর দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পরনির্ভরতা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ স্বনির্ভর হওয়ার বিকল্প নেই। তিনি বলেন, আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না। এখন আমরা পরনির্ভর অবস্থায় আছি, কিন্তু যত দ্রুত সম্ভব এর বাইরে বেরিয়ে আসতে হবে। এর বাইরে আর কোনো কথা নাই।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের মসৃণ বাস্তবায়ন কৌশল পরিবীক্ষণ বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন অধ্যাপক ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বিস্তারিত জানান।

স্বনির্ভর বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন,  আত্মনির্ভর হতে হলে আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে, বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম ও লড়াই করতে হবে। এটি কঠিন হলেও এই কাজে আনন্দ আছে। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, সেটিই হলো স্বনির্ভর বাংলাদেশ।

অধ্যাপক ইউনূস আরও বলেন, এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আমাদের সবচেয়ে বড় শক্তি তারুণ্য ও সৃজনশীলতা। এই শক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে, যাতে জাতি দাসত্ব থেকে মুক্ত হতে পারে। আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না।

সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, কৃষি উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেনসহ সরকারের বিভিন্ন উপদেষ্টা, অর্থনৈতিক নীতিনির্ধারক এবং বেসরকারি খাতের শীর্ষ সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে উদ্ভাবন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রপ্তানি বৈচিত্র্যকরণের ওপর জোর দেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বনির্ভর বাংলাদেশ গঠনে জোর দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস

আপডেট সময় : ০৭:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পরনির্ভরতা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ স্বনির্ভর হওয়ার বিকল্প নেই। তিনি বলেন, আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না। এখন আমরা পরনির্ভর অবস্থায় আছি, কিন্তু যত দ্রুত সম্ভব এর বাইরে বেরিয়ে আসতে হবে। এর বাইরে আর কোনো কথা নাই।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের মসৃণ বাস্তবায়ন কৌশল পরিবীক্ষণ বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন অধ্যাপক ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বিস্তারিত জানান।

স্বনির্ভর বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন,  আত্মনির্ভর হতে হলে আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে, বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম ও লড়াই করতে হবে। এটি কঠিন হলেও এই কাজে আনন্দ আছে। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, সেটিই হলো স্বনির্ভর বাংলাদেশ।

অধ্যাপক ইউনূস আরও বলেন, এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আমাদের সবচেয়ে বড় শক্তি তারুণ্য ও সৃজনশীলতা। এই শক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে, যাতে জাতি দাসত্ব থেকে মুক্ত হতে পারে। আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না।

সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, কৃষি উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেনসহ সরকারের বিভিন্ন উপদেষ্টা, অর্থনৈতিক নীতিনির্ধারক এবং বেসরকারি খাতের শীর্ষ সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে উদ্ভাবন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রপ্তানি বৈচিত্র্যকরণের ওপর জোর দেওয়ার আহ্বান জানান।