সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট প্রক্রিয়া দ্রুততর হবে
- আপডেট সময় : ০৮:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সৌদি আরবে বসবাসরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) ব্যক্তিকে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া দ্রুততর করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি জানিয়েছেন, এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহ সমন্বিতভাবে কাজ করছে এবং ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় আলোচনা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান জানান, বৈঠকে সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানের অগ্রগতি ছাড়াও জনশক্তি রফতানি, দ্বিপাক্ষিক ব্যবসা–বাণিজ্য সম্প্রসারণ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং সৌদি আরবে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ডিফেন্স শো’-তে বাংলাদেশের অংশগ্রহণসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
বৈঠকে রাষ্ট্রদূত সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট প্রদানের বর্তমান অগ্রগতি সম্পর্কে অবহিত হতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পাসপোর্ট অধিদফতর ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন যৌথভাবে কার্যক্রম পরিচালনা করছে। এ প্রক্রিয়া ত্বরান্বিত করতে ঢাকা থেকে একটি বিশেষ টিম সৌদি আরবে পাঠানো হয়েছে।
তবে তিনি উল্লেখ করেন, আবেদনের তুলনায় পাসপোর্ট এনরোলমেন্টের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতির হার তুলনামূলকভাবে কম। বিষয়টি সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলে জানান উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে উল্লেখ করে বলেন, “সৌদি আরব বর্তমানে ৩২ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসীর আবাসস্থল। তাদের প্রেরিত রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি।” তিনি বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি আমদানির জন্য সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রদূতের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন পরিচালনার সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, যার জন্য প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি জানান, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে ‘ডেভিল হান্ট ফেইজ–২’-সহ নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
এ সময় রাষ্ট্রদূত আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রিয়াদে অনুষ্ঠিতব্য ‘বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনী’ (ওয়ার্ল্ড ডিফেন্স শো)-তে অংশগ্রহণের জন্য সৌদি স্বরাষ্ট্র মন্ত্রীর পক্ষ থেকে প্রেরিত আমন্ত্রণপত্র স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে তুলে দেন। তবে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে উপস্থিত থাকতে অপারগতা প্রকাশ করেন এবং পরিবর্তে উপযুক্ত প্রতিনিধি পাঠানোর আশ্বাস দেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়সল আহমেদ, রাজনৈতিক–১ অধিশাখার যুগ্ম সচিব মো. জসীম উদ্দিন খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















