সোনা রঙ ধানে আলোকিত মাঠ সিলেটে কৃষকের মুখে হাসি
- আপডেট সময় : ০১:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
সোনা রঙ ধানে আলোকিত মাঠ। সিলেটে ওসমানি নগরে কৃষকের মুখে হাসি। চলতি মৌসুমে ওসমানীনগর উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার আটটি ইউনিয়নের মাঠজুড়ে এখন সোনালি ধানে ভরে উঠেছে। অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টি হওয়ায় এ মৌসুমে আমন আবাদ সফল বলে জানিয়েছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ওসমানীনগরের আটটি ইউনিয়নে ৮,৭৬৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ধান কাটা শুরু হয়েছে এবং কৃষকের মুখে এখন তৃপ্তির হাসি।
উপজেলা কৃষি অফিসার উম্মে তামিমা বলেন, চলতি মৌসুমে আবহাওয়া ছিল অনুকূল, সময়মতো বৃষ্টি হয়েছে, আর কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়েছেন।
ফলে এবারের আমন ধানে আশানুরূপ ফলন পাওয়া গেছে। উপজেলার প্রায় সব ইউনিয়নেই বিচ্ছিন্নভাবে ধান কাটা শুরু হয়েছে। আমরা আশা করছি উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
স্থানীয় কৃষক আহমদ আলী সংবাদমাধ্যমকে জানান, এবারের ফসল খুব ভালো হয়েছে। আগের বছরের তুলনায় ফলন বেশি। আবহাওয়া ভালো থাকায় কোনো পোকামাকড়ের আক্রমণ হয়নি। আল্লাহর রহমতে আমরা সবাই খুব খুশি।
কৃষি বিভাগের আশা, আমন মৌসুম শেষে রবি ফসলের প্রস্তুতিও শুরু হবে শিগগিরই। এবারের এই ফলন কৃষকদের আর্থিকভাবে স্বস্তি দিয়েছে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।


















