সীমান্ত দিয়ে অপরাধী-সন্ত্রাসী পলায়ন রোধে বিজিবিকে সতর্কতার নির্দেশ
- আপডেট সময় : ০৮:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সীমান্ত দিয়ে কোনো অপরাধী, সন্ত্রাসী কিংবা মাদক পাচারকারী যাতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিজিবি দিবস-২০২৫ উপলক্ষে পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি একটি গৌরবময় ঐতিহ্যবাহী বাহিনী হিসেবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে বিজিবি একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে দায়িত্ব পালন করছে। বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধিতে সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি স্পষ্ট করে বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া যাবে না। বিশেষ করে স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করতে হবে। একই সঙ্গে অবৈধ পথে দেশীয় পণ্য বিদেশে পাচার রোধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি অধীনস্ত সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তসংক্রান্ত যেকোনো সমস্যা কৌশল, সংযম ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করার নির্দেশ দিয়ে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ যেন শতভাগ সুরক্ষিত থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সীমান্ত ব্যবহারকারী অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজনে জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবির মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।



















