সীমান্ত অভিযানে অবৈধ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ
- আপডেট সময় : ০৭:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার বেনাপোল ও শাহজাদপুর বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এ অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, অভিযানে বিদেশি মদ, শাড়ি, কম্বল, শাল চাদর,বিভিন্ন প্রকার ঔষধ,চকলেট এবং কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষ ৩৯ হাজার ৭০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা তৎপরতার অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এমন আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।




















