সংসদ নির্বাচন ও গণভোটে যৌথ বাহিনীর অভিযান চালাবে ইসি
- আপডেট সময় : ০৮:৪৭:০২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে এখন থেকে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। রবিবার (২১ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আয়োজিত আইন-শৃঙ্খলা ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মো. সানাউল্লাহ বলেন, অভিযান চলমান আছে এবং আমরা নিয়মিতভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এর তথ্য প্রকাশ করব। প্রতিদিন প্রায় দুই হাজার জনকে গ্রেফতার করা হচ্ছে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনী প্রধান ও তাদের প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপি মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার অংশগ্রহণ করেন।
বৈঠকে চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ সাথে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ভোটের তফসিল ঘোষণার পর এটি তিন বাহিনী প্রধানের সঙ্গে কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
নির্বাচন কমিশন আশা করছে, যৌথ বাহিনীর এই অভিযান ভোটের পরিবেশকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখবে।



















