শহীদ হাদীর খুনীকে গ্রেফতার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
- আপডেট সময় : ০৬:০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির নীল নক্সায় পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদীকে শহীদ করা হয়েছে।
শরীফ ওসমান হাদীকে গুলি করে ভারতে পালিয়ে যাওয়া ঘাতকদেরকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যান্য জুলাই যোদ্ধা সহ দেশের সকল নাগরিকের সুরক্ষায় রাষ্ট্রকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
একই সাথে পতিত ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের আপতৎপরতা রোধে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি ধৈযের্র সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
শহীদ ওসমান হাদীর ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বাদ জুমআ আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
বায়তুল মোকাররম উত্তর গেইট হতে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল।



















