লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ৩০০ বাংলাদেশি

- আপডেট সময় : ০১:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও তিন শতাধিক বাংলাদেশি নাগরিক। আগামী বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে ঢাকাগামী একটি বিশেষ ফ্লাইটে তাঁদের দেশে আনা হবে।
ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের লক্ষ্যে লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে দূতাবাস। লিবিয়া সরকারের সহযোগিতায় এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকাভুক্ত অভিবাসীদের ১৯ অক্টোবর দূতাবাসে রিপোর্ট করতে ও ২২ অক্টোবর দেশে ফেরার পূর্ণ প্রস্তুতিসহ দূতাবাস প্রাঙ্গণে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেদিন তাঁদের লিবিয়া সরকারের নির্ধারিত অভ্যর্থনা কেন্দ্রে (হোস্টেল) নিয়ে যাওয়া হবে, যেখানে রাত্রিযাপনের পর পরদিন সকালে মেতিগা বিমানবন্দর থেকে ঢাকায় রওনা দেওয়া হবে।
দূতাবাস আশা করছে, এই ফ্লাইটের মাধ্যমে নিবন্ধিত তিন শতাধিক বাংলাদেশিকে নিরাপদে দেশে ফেরানো সম্ভব হবে।