ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

লটারিতে স্ত্রী জিতলেন ১০ লাখ ডলার, খবর শুনে মারা গেলেন স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে

লটারিতে স্ত্রী জিতলেন ১০ লাখ ডলার, খবর শুনে মারা গেলেন স্বামী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ভয়েস ডিজিটাল ডেস্ক: পেনসিলভানিয়ার ক্যারন কাউফম্যান নামে ৬১ বছর বয়সী এক নারী লটারিতে ১০ লাখ ডলার জিতেছেন। এই খবর শুনে মারা গেলেন তার স্বামী। খবর- এপির।

এপির প্রতিবেদন অনুযায়ী, ঐ নারীর স্বামী ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। শয্যাশায়ী স্বামীর পাশে বসেই ক্যারন তাকে ১০ লাখ ডলারের লটারি জেতার সুখবর দেন। কিন্তু এর মাঝেই মারা যান তার স্বামী। শেষ হয়ে যায় তার দীর্ঘ ৩১ বছরের সংসার।

উফম্যান তার মেয়ে এবং নাতি-নাতনীদের সামনেই চেকটি নিয়েছেন।আর যে জায়গা থেকে তিনি লটারি কিনেছিলেন, সেই জায়গাতেই তাকে চেকটি দেওয়া হয়।

লটারি জেতার পর ক্যারন কাউফম্যান তার স্বামীকে বলেছিলেন, আমি তোমাকে বলেছিলাম আমি এক মিলিয়ন জিততে যাচ্ছি। আমি জানি না ও এটা বুঝতে পেরেছিল কি না, কারণ আমি জানতাম যে সময় প্রায় শেষ হয়ে এসেছে।

ঐ ডলার খরচের বিষয়ে ঐ নারী বলেন, নিজের কিছু ছোট ছোট ইচ্ছা রয়েছে। আর এ কারণে তিনি একটি লিস্ট তৈরি করেছেন। জীবনের বাকি সময়টা নাতি নাতনিদের সঙ্গেই আনন্দ করে কাটাবেন ভেবেছেন। তার ইচ্ছে রয়েছে গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরা। ডিজনিওয়ার্ল্ডও ঘুরতে যেতে চান একবার। তার মনের এই প্রত্যেকটা সুপ্ত ইচ্ছা তিনি পূরণ করবেন বলে জানিয়েছেন। নারীর কথায়, আমার এবং আমার স্বামীর একটি শখ ছিল, সেটা ঐ মাছ ধরা। আমার স্বামী এখন চলে গিয়েছেন। তাই আমার নাতিকে আঁকড়ে ধরেছি। এবার আমরা একসঙ্গে, গভীর সমুদ্রে মাছ ধরতে যাব।

কাউফম্যান এর আগেও স্ক্র্যাচ-অফ, ট্রিপ এবং অন্যান্য পুরস্কারেও বিপুল অর্থ জিতেছিলেন। সেই অর্থের পরিমাণ ছিল প্রায় ৬৫ হাজার মার্কিন ডলার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লটারিতে স্ত্রী জিতলেন ১০ লাখ ডলার, খবর শুনে মারা গেলেন স্বামী

আপডেট সময় : ০১:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

 

ভয়েস ডিজিটাল ডেস্ক: পেনসিলভানিয়ার ক্যারন কাউফম্যান নামে ৬১ বছর বয়সী এক নারী লটারিতে ১০ লাখ ডলার জিতেছেন। এই খবর শুনে মারা গেলেন তার স্বামী। খবর- এপির।

এপির প্রতিবেদন অনুযায়ী, ঐ নারীর স্বামী ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। শয্যাশায়ী স্বামীর পাশে বসেই ক্যারন তাকে ১০ লাখ ডলারের লটারি জেতার সুখবর দেন। কিন্তু এর মাঝেই মারা যান তার স্বামী। শেষ হয়ে যায় তার দীর্ঘ ৩১ বছরের সংসার।

উফম্যান তার মেয়ে এবং নাতি-নাতনীদের সামনেই চেকটি নিয়েছেন।আর যে জায়গা থেকে তিনি লটারি কিনেছিলেন, সেই জায়গাতেই তাকে চেকটি দেওয়া হয়।

লটারি জেতার পর ক্যারন কাউফম্যান তার স্বামীকে বলেছিলেন, আমি তোমাকে বলেছিলাম আমি এক মিলিয়ন জিততে যাচ্ছি। আমি জানি না ও এটা বুঝতে পেরেছিল কি না, কারণ আমি জানতাম যে সময় প্রায় শেষ হয়ে এসেছে।

ঐ ডলার খরচের বিষয়ে ঐ নারী বলেন, নিজের কিছু ছোট ছোট ইচ্ছা রয়েছে। আর এ কারণে তিনি একটি লিস্ট তৈরি করেছেন। জীবনের বাকি সময়টা নাতি নাতনিদের সঙ্গেই আনন্দ করে কাটাবেন ভেবেছেন। তার ইচ্ছে রয়েছে গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরা। ডিজনিওয়ার্ল্ডও ঘুরতে যেতে চান একবার। তার মনের এই প্রত্যেকটা সুপ্ত ইচ্ছা তিনি পূরণ করবেন বলে জানিয়েছেন। নারীর কথায়, আমার এবং আমার স্বামীর একটি শখ ছিল, সেটা ঐ মাছ ধরা। আমার স্বামী এখন চলে গিয়েছেন। তাই আমার নাতিকে আঁকড়ে ধরেছি। এবার আমরা একসঙ্গে, গভীর সমুদ্রে মাছ ধরতে যাব।

কাউফম্যান এর আগেও স্ক্র্যাচ-অফ, ট্রিপ এবং অন্যান্য পুরস্কারেও বিপুল অর্থ জিতেছিলেন। সেই অর্থের পরিমাণ ছিল প্রায় ৬৫ হাজার মার্কিন ডলার।