রায় নিয়ে আপিলের সুযোগ আপাতত নেই: শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী
- আপডেট সময় : ০৭:৫৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঘোষিত রায় নিয়ে আপিলের সুযোগ আপাতত নেই বলে জানিয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
আমির হোসেন বলেন, এই মামলায় আপিল করার কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা ট্রাইব্যুনালে এসে আত্মসমর্পণ না করছেন বা কোনোভাবে গ্রেপ্তার না হচ্ছেন। তার আগে আপিল প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়।
রায় ঘোষণার পর ব্যক্তিগত অনুভূতির কথাও প্রকাশ করেন তিনি। যদিও রায়ের প্রতি সরাসরি অসন্তুষ্টি ব্যক্ত না করে তিনি বলেন, রায় আমার বিপক্ষে গেছে। তাই ভেতরে কষ্ট লালন করছি। ট্রাইব্যুনালের রায় আমি মেনে নিচ্ছি, তবে রায় ভিন্নভাবেও হতে পারত।
যুক্তিতর্ক উপস্থাপনের বিষয়ে তিনি জানান, ট্রাইব্যুনাল প্রসিকিউশনের যুক্তিকে তার যুক্তির তুলনায় অধিক শক্তিশালী হিসেবে বিবেচনা করেছে। ট্রাইব্যুনালের কাছে মনে হয়েছে উনাদের যুক্তি আমার চেয়ে বেশি স্ট্রং। সেই বিচারেই তারা রায় দিয়েছেন। আমার যুক্তি গ্রহণ করেননি, এ কারণে আমি কষ্ট পাচ্ছি, বলেন আমির হোসেন।



















