ভূমিকম্পে ঢাকায় তিনজনের মৃত্যু বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে মানুষ
- আপডেট সময় : ১২:৪১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশে অনুভূত হওয়া এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭; যার কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী যা ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন কেঁপে ওঠে, কোথাও কোথাও হেলে পড়ার ঘটনাও ঘটে। বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় হাজারো মানুষ ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। অনেকেই জানান, স্বল্প সময়ের মধ্যেই ফোন-ইন্টারনেট পরিষেবায় চাপ সৃষ্টি হয়।

ভূমিকম্পের পরপরই বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, বংশালের কসাইতলীতে একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিনজন পথচারির মৃত্যু হয়। তিনি বলেন, বিকট শব্দে রেলিং ভেঙে পড়ার পর ঘটনাস্থলেই তারা মারা যান। পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করে।
ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, যশোর, জামালপুর, দিনাজপুর, ঝালকাঠি, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, বাগেরহাট, মাদারীপুর, শেরপুর, সিলেট, ফেনী, খুলনা, চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল ও মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে ভবন কাঁপাকাঁপি, দেয়ালে ফাটল ও আসবাবপত্র পড়ে যাওয়ার ঘটনা ঘটে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি ৫ দশমিক ৫ মাত্রার ছিল এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদী অঞ্চলেই।

বরিশাল থেকে রাজীব আহমেদ জানান, আমি দোকানে বসে ছিলাম। হঠাৎ সবকিছু কাঁপতে থাকে। মনে হচ্ছিল ভবনটা দুলছে। সবাই হুড়োহুড়ি করে বাইরে বের হয়ে যায়।
নেত্রকোনার নাগরা এলাকার বাসিন্দা নিরাময় সরকার বলেন, পরিবার নিয়ে খেতে বসেছিলাম। হঠাৎ ভবনটা দুলে ওঠে। বাচ্চাদের নিয়ে দৌড়ে বের হওয়ার সময় পা মচকে যায়। পরে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
ভারতেও অনুভূত কম্পন
বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গেও ভূমিকম্পটি অনুভূত হয়। এনডিটিভি জানিয়েছে, কলকাতা ও আশপাশের এলাকায় হালকা কম্পন অনুভূত হলেও বড় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় ভবনগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি পর্যালোচনায় কাজ শুরু করেছে।



















