ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

ভূমিকম্পে ছেলের মৃত্যু কথা জানেনই না অপারেশন থিয়েটারে লড়াই করা  মা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

ভূমিকম্পে ছেলের মৃত্যু কথা জানেনই না অপারেশন থিয়েটারে লড়াই করা  মা: প্রতীকী ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার বংশালে ভূমিকম্পে আহত হয়ে অপারেশন থিয়েটারে শুয়ে আছেন নুসরাত। প্রচণ্ড ব্যথায় কাতর শরীর, তবু ছেলের খোঁজ নিতে এক মুহূর্তও থামছেন না তিনি। বারবার জিজ্ঞেস করছেন, রাফি কেমন আছে? অথচ কেউই সাহস করে জানানোর মতো অবস্থায় নেই।

কারণ তার নাড়িছেঁড়া সন্তান, মেডিকেল শিক্ষার্থী রাফি, আর কোনোদিন চোখ মেলে পৃথিবী দেখবে না।

বগুড়ার বাড়ি থেকে দূরে মা ও বোনকে সঙ্গে নিয়ে ঢাকায় থাকতেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি। বাবা চাকরি করেন দিনাজপুরে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে হালকা বাজার সেরে মায়ের সঙ্গে বাড়ি ফেরার কথা ছিল।

বংশালের কসাইতুলির নয়নের মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন তারা। ঠিক তখনই শুরু হয় তীব্র ভূমিকম্প। কয়েক সেকেন্ডের মধ্যে ভবনের রেলিং ভেঙে পড়ে মা–ছেলের ওপর।

সহপাঠী অপু জানান, আশপাশের মানুষ দ্রুত এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই শেষ হয়ে যায় রাফির জীবন। ভিডিও ও ছবিতে দেখা যায়, রেলিংয়ের আঘাতে ছেলেটির মাথা ও মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

মা নুসরাত গুরুতর আহত হওয়ায় তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। চিকিৎসকরা জানালেও এখনো তাকে ছেলের মৃত্যুসংবাদ দেওয়া হয়নি। অপু বলেন, তিনি নিজেও প্রচণ্ড ট্রমার মধ্যে আছেন। এখনই এমন শোক তাকে জানানো অসম্ভব।

এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রাফির একমাত্র বোন। ভাইয়ের নিথর দেহ আর অপারেশন থিয়েটারে লড়াই করা মাকে দেখে তিনি ভেঙে পড়েন।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশে অনুভূত হয় ভূমিকম্পটি। মাত্রা ছিল ৫.৭। শুধু বংশালেই রেলিং ভেঙে মারা যান তিন পথচারী—তাদের একজন রাফি। অল্প সময়ের তীব্র একটি কম্পন এভাবেই একটি পরিবারের স্বপ্ন, ভবিষ্যৎ আর আনন্দ কেড়ে নিলো নির্মমভাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভূমিকম্পে ছেলের মৃত্যু কথা জানেনই না অপারেশন থিয়েটারে লড়াই করা  মা

আপডেট সময় : ১২:৫৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ঢাকার বংশালে ভূমিকম্পে আহত হয়ে অপারেশন থিয়েটারে শুয়ে আছেন নুসরাত। প্রচণ্ড ব্যথায় কাতর শরীর, তবু ছেলের খোঁজ নিতে এক মুহূর্তও থামছেন না তিনি। বারবার জিজ্ঞেস করছেন, রাফি কেমন আছে? অথচ কেউই সাহস করে জানানোর মতো অবস্থায় নেই।

কারণ তার নাড়িছেঁড়া সন্তান, মেডিকেল শিক্ষার্থী রাফি, আর কোনোদিন চোখ মেলে পৃথিবী দেখবে না।

বগুড়ার বাড়ি থেকে দূরে মা ও বোনকে সঙ্গে নিয়ে ঢাকায় থাকতেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি। বাবা চাকরি করেন দিনাজপুরে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে হালকা বাজার সেরে মায়ের সঙ্গে বাড়ি ফেরার কথা ছিল।

বংশালের কসাইতুলির নয়নের মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন তারা। ঠিক তখনই শুরু হয় তীব্র ভূমিকম্প। কয়েক সেকেন্ডের মধ্যে ভবনের রেলিং ভেঙে পড়ে মা–ছেলের ওপর।

সহপাঠী অপু জানান, আশপাশের মানুষ দ্রুত এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই শেষ হয়ে যায় রাফির জীবন। ভিডিও ও ছবিতে দেখা যায়, রেলিংয়ের আঘাতে ছেলেটির মাথা ও মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

মা নুসরাত গুরুতর আহত হওয়ায় তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। চিকিৎসকরা জানালেও এখনো তাকে ছেলের মৃত্যুসংবাদ দেওয়া হয়নি। অপু বলেন, তিনি নিজেও প্রচণ্ড ট্রমার মধ্যে আছেন। এখনই এমন শোক তাকে জানানো অসম্ভব।

এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রাফির একমাত্র বোন। ভাইয়ের নিথর দেহ আর অপারেশন থিয়েটারে লড়াই করা মাকে দেখে তিনি ভেঙে পড়েন।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশে অনুভূত হয় ভূমিকম্পটি। মাত্রা ছিল ৫.৭। শুধু বংশালেই রেলিং ভেঙে মারা যান তিন পথচারী—তাদের একজন রাফি। অল্প সময়ের তীব্র একটি কম্পন এভাবেই একটি পরিবারের স্বপ্ন, ভবিষ্যৎ আর আনন্দ কেড়ে নিলো নির্মমভাবে।