বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ০৬:১৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৬টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতি এবং ৬টা ৫৬ মিনিটে প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে বাজানো করুণ সুরে সশস্ত্র বাহিনীর চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে।
পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, বিদেশি কূটনীতিক ও সর্বস্তরের জনগণও পুষ্পস্তবক অর্পণ করেন।
দেশব্যাপী সকাল ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন শুরু হয়। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনে জাতীয় পতাকা উত্তোলন এবং আলোকসজ্জা করা হয়েছে। ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়ক দ্বীপ জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়েছে।
বিশেষ আয়োজন হিসেবে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার সকাল ১১টা ৪০ মিনিটে পতাকাবাহী স্কাইডাইভ প্রদর্শন করবেন, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাশুটিং হিসেবে স্বীকৃতি পাবে। তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও অন্যান্য শহরে সশস্ত্র বাহিনীর ফ্লাই-পাস্ট প্রদর্শন, ব্যান্ড শো ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
দেশব্যাপী জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী বিজয় মেলা, শিক্ষাপ্রতিষ্ঠানে কুচকাওয়াজ, আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। হাসপাতাল, এতিমখানা, পথশিশু পুনর্বাসন কেন্দ্র ও শিশু পার্কে প্রীতিভোজের আয়োজন করা হবে। সারাদেশে মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও দেশের শান্তি ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন এবং জাদুঘর ও সিনেমা হল উন্মুক্ত রাখা হবে।



















