ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে দৃঢ় সতর্কতার আহ্বান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে দৃঢ় সতর্কতার আহ্বান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর সংঘটিত সব ধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (১৯ ডিসেম্বর) সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দেশের সব নাগরিককে সতর্ক ও দায়িত্বশীল থাকার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের প্রতিটি ঘটনার তীব্র ও দ্ব্যর্থহীন নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে এগোচ্ছে। অল্প কয়েকজনের বিশৃঙ্খল আচরণ কিংবা উসকানিমূলক তৎপরতার কারণে এই অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না। শান্তি ও স্থিতিশীলতার পথেই জাতি এগিয়ে যাবে-এ বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

সরকার জানায়, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক কর্মসূচি নয়; এগুলো একটি গভীর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার সেই স্বপ্নের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যার জন্য শহীদ শরিফ ওসমান হাদি তার জীবন উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানাতে সংযম, দায়িত্ববোধ এবং ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যানের অঙ্গীকার জরুরি।

বিবৃতিতে দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজ-এর সাংবাদিকদের উদ্দেশে সরকার জানায়, সন্ত্রাস ও সহিংসতার শিকার সাংবাদিকদের পাশে সরকার রয়েছে। সাংবাদিকদের ওপর হামলাকে সত্যের ওপর হামলা হিসেবে উল্লেখ করে পূর্ণ ন্যায়বিচারের আশ্বাস দেওয়া হয়। সন্ত্রাসের মুখেও সাংবাদিকদের সাহস ও পেশাদারিত্ব জাতির জন্য অনুপ্রেরণার বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর নিন্দা জানিয়ে সরকার স্পষ্ট করে বলেছে, নতুন বাংলাদেশে সাম্প্রদায়িক বা যে কোনো ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

সবশেষে, এই সংকটময় সময়ে সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান করে শান্তি ও সহনশীলতার পথ বেছে নেওয়ার মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে দৃঢ় সতর্কতার আহ্বান

আপডেট সময় : ০৮:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর সংঘটিত সব ধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (১৯ ডিসেম্বর) সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দেশের সব নাগরিককে সতর্ক ও দায়িত্বশীল থাকার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের প্রতিটি ঘটনার তীব্র ও দ্ব্যর্থহীন নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে এগোচ্ছে। অল্প কয়েকজনের বিশৃঙ্খল আচরণ কিংবা উসকানিমূলক তৎপরতার কারণে এই অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না। শান্তি ও স্থিতিশীলতার পথেই জাতি এগিয়ে যাবে-এ বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

সরকার জানায়, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক কর্মসূচি নয়; এগুলো একটি গভীর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার সেই স্বপ্নের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যার জন্য শহীদ শরিফ ওসমান হাদি তার জীবন উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানাতে সংযম, দায়িত্ববোধ এবং ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যানের অঙ্গীকার জরুরি।

বিবৃতিতে দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজ-এর সাংবাদিকদের উদ্দেশে সরকার জানায়, সন্ত্রাস ও সহিংসতার শিকার সাংবাদিকদের পাশে সরকার রয়েছে। সাংবাদিকদের ওপর হামলাকে সত্যের ওপর হামলা হিসেবে উল্লেখ করে পূর্ণ ন্যায়বিচারের আশ্বাস দেওয়া হয়। সন্ত্রাসের মুখেও সাংবাদিকদের সাহস ও পেশাদারিত্ব জাতির জন্য অনুপ্রেরণার বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর নিন্দা জানিয়ে সরকার স্পষ্ট করে বলেছে, নতুন বাংলাদেশে সাম্প্রদায়িক বা যে কোনো ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

সবশেষে, এই সংকটময় সময়ে সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান করে শান্তি ও সহনশীলতার পথ বেছে নেওয়ার মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।