ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবিত মানুষের কবরস্থান : বিধ্বস্ত গাজায় বেঁচে থাকার লড়াই বিশ্বের সবচেয়ে বড় মার্কিন রণতরী জেরাল্ড  আর ফোর্ড ক্যারিবিয়ানে ৫১তম অঙ্গরাজ্যের বিতর্কে ফের আমেরিকা–ইসরায়েল সম্পর্ক পক্ষপাতদুষ্ট চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই : জ্বালানি উপদেষ্টা মুম্বাইয়ে ট্রান্সজেন্ডার ধৃত নারী,  অভিযুক্ত মানবপাচার-জাল নথি তৈরি ভারতের অন্ধ্র প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আওয়ামী লীগের: প্রেসসচিব হত্যা কান্ডের ১৩ বছরে ১২১ বার পিছিয়েছে মামলার প্রতিবেদন গণভোটের আদেশ চূড়ান্ত হয়নি, শনিবার ফের বৈঠকে বসবে কমিশন মর্গে তরুণীর মরদেহ ধর্ষণ, আদালতে ডোমের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

বিএনপির জন্মটাই পেছনের দরজা দিয়ে, তারা সবসময় পেছনের দরজা খোঁজে : তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ ৩০৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচন বানচাল করতে পাঁচশ’ ভোটকেন্দ্র ও নির্বাচন আধিকারীকসহ মানুষও পুড়িয়েছে, কিন্তু নির্বাচন থামিয়ে রাখতে পারেনি, ভোট হয়েছে’

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তথা বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, বিএনপির জন্মটাই পেছনের দরজা দিয়ে। সে কারণে তারা সবসময় পেছনের দরজা

খোঁজে। বিএনপির উদ্দেশ্য নির্বাচন নয়, দেশে গন্ডগোল পাকিয়ে পেছনের দরজা দিয়ে কিছু করা যায় কি না, সেটাই তাদের অপচেষ্টা।

ড. হাছান মাহমুদ মঙ্গলবার ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ প্রচার সেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন নিয়ে বিএনপির মন্তব্যের জবাবে একথা বলেন। এসময় তথ্য মন্ত্রী ড.

হাছান মাহমুদ বলেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচন বানচাল করতে পাঁচশ’ ভোটকেন্দ্র ও নির্বাচন আধিকারীকসহ মানুষ পুড়িয়েছে, কিন্তু তাতেও তারা সফল হতে পারেনি, ভোট হয়েছে।

২০১৮ সালেও প্রথমে বয়কট ও পরে অংশ নেয় তারা। সাড়ে ১২ বছর ধরে তাদের তর্জন-গর্জন শুনে আসছি, খালি কলসি বাজে বেশি।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা থেকে ১১ জন সাংবাদিক নেতার ব্যাংক হিসাব খতিয়ে দেখার উদ্যোগ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, পত্রিকায় এটি দেখেছেন। সরকার এটি দেখতেই পারে, কিন্তু কী কারণে এটি করা হলো সে বিষয়ে আমি খোঁজ নেব।

দীর্ঘদিন অপ্রকাশিত ১০টি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিলাদেশ বিষয়ে মন্ত্রী বলেন, প্রায় চারশ’ পত্রিকা চরম অনিয়মিত রয়েছে। যারা প্রায় দু’বছর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে

পত্রিকা জমা দেয়নি। এগুলো ভূতুড়ে পত্রিকা, যেদিন বিজ্ঞাপন পায় সেদিন কয়েক কপি ছাপে আর অনেকে অল্প কয়েক কপি ছেপে শুধু তথ্য মন্ত্রণালয় আর কিছু গুরুত্বপূর্ণ দপ্তরে দেয়। ভূতুড়ে পত্রিকার কী প্রয়োজন সেটিই প্রশ্ন এবং এগুলো বন্ধের দাবিও সাংবাদিকদেরই।

ব্রিটিশ শাসন থেকে মুক্তির অকুতোভয় প্রাণ মাস্টারদা সূর্যসেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণ

এর আগে ব্রিটিশ পরাধীনতা থেকে মুক্তির অকুতোভয় প্রাণ ভারতীয় উপমহাদেশের সশস্ত্র বিপ্লবের প্রধান মাস্টারদা সূর্যসেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন

আয়োজিত ‘চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন ১৯৩০ এবং তারুণ্যের প্রেরণা’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ।

সূর্যসেন, প্রীতিলতা এবং তাদের সহযোগী বিপ্লবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, তাদের দেশপ্রেম বাল্যকাল থেকেই তাকে দেশ ও মানুষকে প্রেরণা যুগিয়েছে।

ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সভাপতিত্বে এবং সহযোগী সংস্থা ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ড. নীপা চৌধুরীর সঞ্চালনায় ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন, আসাদুজ্জামান নূর এমপি, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

অধ্যাপক ড. শিরীন আখতার, চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ এবং ইয়ুথ অপরচুনিটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ড. ওসামা বিন নূর।

এছাড়াও আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পাবনা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে সভায় যোগ দেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানের সভাপতিত্বে দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, পাবনা জেলা আওয়ামী

লীগের সভাপতি রেজাউর রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপির জন্মটাই পেছনের দরজা দিয়ে, তারা সবসময় পেছনের দরজা খোঁজে : তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ

আপডেট সময় : ০২:০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১

‘তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচন বানচাল করতে পাঁচশ’ ভোটকেন্দ্র ও নির্বাচন আধিকারীকসহ মানুষও পুড়িয়েছে, কিন্তু নির্বাচন থামিয়ে রাখতে পারেনি, ভোট হয়েছে’

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তথা বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, বিএনপির জন্মটাই পেছনের দরজা দিয়ে। সে কারণে তারা সবসময় পেছনের দরজা

খোঁজে। বিএনপির উদ্দেশ্য নির্বাচন নয়, দেশে গন্ডগোল পাকিয়ে পেছনের দরজা দিয়ে কিছু করা যায় কি না, সেটাই তাদের অপচেষ্টা।

ড. হাছান মাহমুদ মঙ্গলবার ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ প্রচার সেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন নিয়ে বিএনপির মন্তব্যের জবাবে একথা বলেন। এসময় তথ্য মন্ত্রী ড.

হাছান মাহমুদ বলেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচন বানচাল করতে পাঁচশ’ ভোটকেন্দ্র ও নির্বাচন আধিকারীকসহ মানুষ পুড়িয়েছে, কিন্তু তাতেও তারা সফল হতে পারেনি, ভোট হয়েছে।

২০১৮ সালেও প্রথমে বয়কট ও পরে অংশ নেয় তারা। সাড়ে ১২ বছর ধরে তাদের তর্জন-গর্জন শুনে আসছি, খালি কলসি বাজে বেশি।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা থেকে ১১ জন সাংবাদিক নেতার ব্যাংক হিসাব খতিয়ে দেখার উদ্যোগ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, পত্রিকায় এটি দেখেছেন। সরকার এটি দেখতেই পারে, কিন্তু কী কারণে এটি করা হলো সে বিষয়ে আমি খোঁজ নেব।

দীর্ঘদিন অপ্রকাশিত ১০টি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিলাদেশ বিষয়ে মন্ত্রী বলেন, প্রায় চারশ’ পত্রিকা চরম অনিয়মিত রয়েছে। যারা প্রায় দু’বছর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে

পত্রিকা জমা দেয়নি। এগুলো ভূতুড়ে পত্রিকা, যেদিন বিজ্ঞাপন পায় সেদিন কয়েক কপি ছাপে আর অনেকে অল্প কয়েক কপি ছেপে শুধু তথ্য মন্ত্রণালয় আর কিছু গুরুত্বপূর্ণ দপ্তরে দেয়। ভূতুড়ে পত্রিকার কী প্রয়োজন সেটিই প্রশ্ন এবং এগুলো বন্ধের দাবিও সাংবাদিকদেরই।

ব্রিটিশ শাসন থেকে মুক্তির অকুতোভয় প্রাণ মাস্টারদা সূর্যসেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণ

এর আগে ব্রিটিশ পরাধীনতা থেকে মুক্তির অকুতোভয় প্রাণ ভারতীয় উপমহাদেশের সশস্ত্র বিপ্লবের প্রধান মাস্টারদা সূর্যসেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন

আয়োজিত ‘চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন ১৯৩০ এবং তারুণ্যের প্রেরণা’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ।

সূর্যসেন, প্রীতিলতা এবং তাদের সহযোগী বিপ্লবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, তাদের দেশপ্রেম বাল্যকাল থেকেই তাকে দেশ ও মানুষকে প্রেরণা যুগিয়েছে।

ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সভাপতিত্বে এবং সহযোগী সংস্থা ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ড. নীপা চৌধুরীর সঞ্চালনায় ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন, আসাদুজ্জামান নূর এমপি, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

অধ্যাপক ড. শিরীন আখতার, চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ এবং ইয়ুথ অপরচুনিটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ড. ওসামা বিন নূর।

এছাড়াও আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পাবনা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে সভায় যোগ দেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানের সভাপতিত্বে দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, পাবনা জেলা আওয়ামী

লীগের সভাপতি রেজাউর রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি প্রমুখ সভায় বক্তব্য রাখেন।