সংবাদ শিরোনাম ::
বাস উল্টে নিহত চারজন, আহত ৩০
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ১৭৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গেলে ৪জন নিহত ও আরও ৩০ জন আহত হয়েছেন। হবিগঞ্জের বাহুবল উপজেলায় এ দুর্ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি নবীগঞ্জ উপজেলার এমরান মিয়া (২২)। বাকি তিন জনের পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, বাহুবল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধারকাজে সহযোগিতা করেছেন স্থানীয়রা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম বলেন, সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী হবিগঞ্জ-সিলেট যাত্রীবাহী বাস বাহুবলের বাগানবাড়ি এলাকায় উল্টে গিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হন। আহত হয়েছেন আরও ৩০ জন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।




















