সংবাদ শিরোনাম ::
বাবা-মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ৩১৯ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
এক ঘর থেকে বাবা-মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বটতলা গ্রাম থেকে তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলহাস আহমেদ জানান, খবর পেয়ে ভোরে উপজেলা সদরে বটতলা গ্রাম থেকে বাবা-মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।
তিনজনের মরদেহ থানায় নেয়া হয়েছে; পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
পুলিশের ধারণা রাতের আঁধারে দুর্বৃত্তরা তাদের হাতে এই হত্যা করে থাকতে পারে। কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্তে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ।



















