বাংলাদেশে রেলপথ ঘিরে ফের নাশকতার জাল
- আপডেট সময় : ০৫:৩২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশে রেলপথ ঘিরে নাশকতার জালবিস্তার করেছে দুর্বৃত্তরা। রেলপথ কেটে নেওয়ায় ঢাকার মুখো মোহনগঞ্জ এক্সপ্রেস দুর্ঘটনায় কবলিত হবার ১৪ ঘন্টার মাথায় দেশটির উত্তরাঞ্চলের ডোমারে রেলপথের ৭২ ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। রেলপথ ঘিরে একে একে নাশকতার ছোঁবল বসাতে চাইছে দুর্বৃত্তরা।
বিরোধী রাজনৈতিক দলের সড়ক-রেলপথ এবং নৌপথ অবরোধ চলাকালীন গাজীপুরে রেলপথ কেটে দিয়ে নাশকতার সৃষ্টি করা হয়। তাতে দুর্ঘটনাকবলিত ট্রেনের এক যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছে। সেই রেশ না কাটতেই এবার পশ্চিমাঞ্চলের রেলের রেলপথের ৭২ ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। কিন্তু স্থানীয় জনতা ঘটনা টের পেয়ে দ্রুত শত শত মানুষ জড়ো হয়। এসময় চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটিকে মানুষজন বিভিন্নভাবে সংকেত দিয়ে ট্রেনটি থামায়।

তাতে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায় সীমান্ত এক্সপ্রেস। বাংলাদেশের উত্তরাঞ্চলের নীলফামারীর জেলার ডোমারে এঘটনা। এখানের রেললাইনের ৭২টি ফিশপ্লেট খুলে নিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টা নাগাদ স্থানীয় বাগডোকরা প্রধানপাড়া এলাকার ঘটনা। নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন জানিয়েছেন, এঘটনায় সীমান্ত এক্সপ্রেস ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন ডোমার স্টেশনে দেড় ঘণ্টা আটকা পড়ে।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বলেন, ডোমারের ওপরে দিয়ে রেললাইনের একটি বড় অংশ গিয়েছে। রেলপথের প্রায় ৭২টি ফিশপ্লেট খুলে ফেলে দুর্বৃত্তরা। স্থানীয় জোড়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাখওয়াৎ হাবীব বাবু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং এলাকাবাসীকে নিয়ে কাজ করেন।
এলাকাবাসীর সচেতনতায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। বুধবার গাজীপুরের রেলপথের একটি অংশ কেটে ফেলায় ঢাকামুখো মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি দুর্ঘটনায় পড়ে।




















