বাংলাদেশে জেল পালানো জঙ্গীসহ ৭০০ বন্দী পলাতক

- আপডেট সময় : ০৮:১৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে
কারাগারের নাম বদলে হচ্ছে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’
বাংলাদেশে এখনও জঙ্গী, যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ৭০০ বন্দী পলাতক। চব্বিশের ৫ আগস্টে দেশের কারাগারগুলো থেকে ২ হাজার ২০০ বন্দি পালিয়েছে। এদের মধ্যে ৯ জন জঙ্গি, বাকিরা যাবজ্জীবন বা অন্যান্য মামলার আসামি। মঙ্গলবার কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন সাংবাদিকদের এতথ্য জানান।
সাংবাদিক বৈঠকে মহাপরিচালক জানান, বন্দীদের উৎপাদনমুখী করতে কারেশনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির পরিকল্পনাও নেয়া হয়েছে। বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ নেয়া হয়েছে। মহাপরিদর্শক জানান, কারাগারে বন্দীদের শাস্তি নয়, সংশোধনের ওপর জোর দেয়া হচ্ছে। বন্দীদের উৎপাদনমুখী করতে নানা কার্যক্রম পরিচালনা করছে কারা অধিদপ্তর।
কারা দপ্তর বাংলাদেশ জেল নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করা হবে। বন্দী সহায়ক পরিবেশ ফিরিয়ে আনতে এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী নিয়ন্ত্রণে নতুন ২টি কেন্দ্রীয় ও ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, এবার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে হয়েছে। ইতিমধ্যেই ১ হাজার ৫০০ জনের নিয়োগ দেয়া হয়েছে, যা ভবিষ্যতে দীর্ঘদিনের জনবল সংকট দূর করবে। একই সঙ্গে বিভিন্ন অভিযোগে ৩৪ জনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কারা দপ্তর। বন্দীদের উৎপাদনমুখী করতে কারেশনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির পরিকল্পনাও নেয়া হয়েছে।