বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন
- আপডেট সময় : ১১:১৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩ ২০৯ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজধানীর জাতীয় ঈদগাহে সর্বস্তরের মানুষের সঙ্গে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন : ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশে বিপুল উৎসাহ উদ্দীনায় শনিবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ শেষে কুশলবিনিময় করেন সর্বস্তরের মানুষ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করছেন বাংলাদেশের মানুষ।
ঢাকাসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। সেখানে ঈদ জামাতে মুসল্লিদের ঢল নামে।
স্থানীয়দের মতে, ১৮২৮ সালে এই মাঠে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’, সময়ের পীঠ বেয়ে সেই ‘সোয়া লাখিয়া’ মাঠ পরিচিত হয়ে ওঠে শোলাকিয়া ময়দান নামে। দুই ঈদে দূরদুরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই ময়দানে ঈদের জামাতে অংশ নিতে।
ঢাকার প্রাণ কেন্দ্রে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিবৃন্দ এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ঈদের নামাজ আদায় করেন।
রবিবার সকাল ১১টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার কার্যালয়ের দায়িত্ব হস্তান্তর করবেন। সেই হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে জাতীয় ঈদগাহে আবদুল হামিদের এটিই শেষ ঈদ জামাতে।

শোলাকিয়ায় ঈদের জামাতে মানুষের ঢল ছবি সয়গ্রহ
এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
রমজানের প্রথম সপ্তাহ থেকে তাপপ্রবাহ শুরু হয়। টানা ১৯দিন স্মরণকালের দাবদাহ চলার পর শুক্রবার বিকালে ঝড়োবৃষ্টিতে পরিবেশ শীতল হয়ে ওঠে। ঈদের দিনে মুসল্লিরা প্রশান্তি নিয়ে ঈদ জামাতে অংশ নিয়ে খুশি।
তারা জানালেন, একদিকে রমজান অন্যদিকে তীব্র তাপপ্রবাহে জীবন ছিল ওষ্ঠাগত। শুক্রবারের বৃষ্টি গরমের তীব্র কমে আসার ঈদ উদযাপনটাও বেশ ফুরফুরে।


















