বঙ্গোপসাগরে ১০৩ ট্রিলিয়ন মিথেন গ্যাস প্রাপ্তির সম্ভাবনা
- আপডেট সময় : ১০:২০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২ ৩০২ বার পড়া হয়েছে
‘সমুদ্রাঞ্চলে গ্যাস হাইড্রেট ও মেরিন জেনেটিক রিসোর্সের বিপুল সম্ভাবনা রয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ২০১২ এবং ২০১৪ সালের মায়ানমার ও ভারতের সাথে সমুদ্র সীমা নির্ধারণ সংক্রান্ত বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির ফলে বাংলাদেশ এই অপার সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ পেয়েছে’
বঙ্গোপসাগরে বাংলাদেশের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে (এক্সক্লুসিভ ইকোনমিক জোন ইইজেড) .১১ থেকে .৬৩ ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস হাইড্রেট (মূলত মিথেন গ্যাস) মজুদ থাকার ইঙ্গিত মিলেছে। এটি ১৭ থেকে ১০৩ ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাসের সমান।
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় গ্যাস-হাইড্রেটের উপস্থিতি নিয়ে জরিপ ও সমীক্ষার পর এ তথ্য জানা গেছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এতথ্য জানান। এদিন সাংবাদিক বৈঠক ডেকে বলা হয়, সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘের কনভেনশন অনুযায়ী, উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকা হচ্ছে ইইজেড। এই অঞ্চলে পানি ও বাতাস থেকে শক্তি উৎপাদন, সামুদ্রিক সম্পদ অনুসন্ধান এবং ব্যবহারে রাষ্ট্রের বিশেষ অধিকার রয়েছে।
ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, আমাদের সমুদ্রাঞ্চলে গ্যাস হাইড্রেট ও মেরিন জেনেটিক রিসোর্সের বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ২০১২ এবং ২০১৪ সালের মায়ানমার ও ভারতের সাথে সমুদ্র সীমা নির্ধারণ সংক্রান্ত বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির ফলে বাংলাদেশ এখন এই অপার সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ পেয়েছে।
এসময় বিদেশ প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এবং বিদেশ মন্ত্রকের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স) রিয়াল এডমিরাল (অবঃ) মো. খুরশেদ আলম উপস্থিত ছিলেন। সাংবাদিক বৈঠকে বলা হয়, বিদেশ মন্ত্রকের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ উদ্যোগে সুনীল অর্থনীতি : উন্নয়নের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিরূপণে মাঠ পর্যায়ে এই সমীক্ষা পরিচালনা করে।
ড. মোমেন বলেন, সমীক্ষায় বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ২২০ প্রজাতির সিউইড বা সামুদ্রিক শৈবাল, ৩৪৭ প্রজাতির সামুদ্রিক মাছ, ৪৯৮ প্রজাতির ঝিনুক, ৫২ প্রজাতির চিংড়ি, পাঁচ প্রজাতির লবস্টার, ছয় প্রজাতির কাঁকড়া, ৬১ প্রজাতির সি-গ্রাস চিহ্নিত করা হয়েছে।

এ সময় বিদেশ প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম বলেন, বাংলাদেশের জলসীমায় পাওয়া নির্দিষ্ট প্রজাতির কিছু সামুদ্রিক শৈবাল পাঁচটি শিল্পে ব্যবহার করার উপযোগী বলে চিহ্নিত করা হয়। এগুলো মাছের খাবার, প্রাণীর খাবার, ফুড অ্যাডিটিভ, বাল্ক কসমেটিক ইনগ্রেডিয়েন্ট ও হাই ভ্যালু কসমেটিক ইনগ্রেডিয়েন্ট।
বিদেশ মন্ত্রী বলেন, সাবান, শ্যাম্পু ও পোলট্রি ফিড তৈরির কাঁচামাল হিসেবে সামুদ্রিক শৈবাল প্রয়োজন। প্রতিবছর আমরা বিভিন্ন শিল্পের জন্য ২৮ হাজার কোটি টাকার কাঁচামাল কিনে থাকি।’ তিনি বলেন, আমরা যদি সামুদ্রিক শৈবাল নিজেরাই ব্যবহার করতে পারি, তাহলে এর ১৬ হাজার কোটি টাকা সাশ্রয় হবে তথা দেশে থেকে যাবে।
শৈবালের পেছনে চাই বিনিয়োগ : বাংলাদেশে সামুদ্রিক শৈবালকে সোনার খনি উল্লেখ করে ড. মোমেন বলেন, সামুদ্রিক শৈবাল প্রতি কেজি বিক্রি হবে ১০০ থেকে ১২০ টাকা। অপর এক প্রজাতির সামুদ্রিক শৈবাল রয়েছে, যার পেছনে ১২০০ টাকা খরচ করা হলে প্রতি ছয় মাসে কেজিতে আয় হবে ১২ হাজার থেকে ১৮ হাজার টাকা।

মো. শাহিরয়ার আলম বলেন, বাংলাদেশে সামুদ্রিক শৈবালের উৎপাদন পরিবেশবান্ধব পদ্ধতিতে অতি সহজেই করা সম্ভব। সামুদ্রিক শৈবালের চাষ পরিবেশের ভারসাম্য রক্ষাসহ উপকূলীয় এলাকা রক্ষা, জনগণের জন্য, বিশেষ করে নারীদের সহজ ও নিরাপদ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। তিনি বলেন, আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে, আগ্রহী ও যোগ্য উদ্যোক্তাকে বাংলাদেশের সামুদ্রিক শৈবালের সম্ভাবনাময় বিবিধ খাতে কার্যকরী বিনিয়োগ ও অংশগ্রহণ করানো।
৯ খাতের প্রস্তুতির জন্য সমীক্ষা : এসময় বলা হয়, এই সমীক্ষা ৯টি খাতের কর্মপরিকল্পনা প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এগুলো হলো—সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনা, সামুদ্রিক মৎস্য চাষ উন্নয়ন, বাণিজ্যিক নৌপরিবহনের উন্নয়ন, সমুদ্র পর্যটনের বিকাশ, অফশোর ও নবায়নযোগ্য জ্বালানি, সুনীল বায়োটেকনোলজি গবেষণা ও উন্নয়ন, জাহাজ নির্মাণ ও রিসাইক্লিং শিল্প সম্প্রসারণ, স্থিতিশীল জীবিকার জন্য ম্যানগ্রোভের বাস্তুসংস্থানগত সেবা, সামুদ্রিক দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং মেরিন স্পেশাল প্ল্যানিং বাস্তবায়ন।
অফশোর জ্বালানি এবং সুনীল বায়োটেকনোলজি গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সমুদ্রাঞ্চলে গ্যাস হাইড্রেট ও মেরিন জেনেটিক রিসোর্স বিশেষ করে সামুদ্রিক শৈবালের সম্ভাবনা, উপস্থিতি, প্রকৃতি ও মজুদ নির্ণয়ের জন্য দুটি গবেষণা করেছে। এতে সহায়তা করেছে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস।
প্রকৃত মজুদ জানতে প্রয়োজন পূর্ণাঙ্গ সিসমিক জরিপ : মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বলেন, বাংলাদেশের আগে সম্পাদিত বিভিন্ন জরিপে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গ্যাস হাইড্রেটের ভলিউম এবং এই গ্যাস হাইড্রেটটিতে থাকা মিথেনের ভলিউম অনুমান করা হয়েছে। এই সিসমিক রিমোট সেন্সিং স্টাডি শুধুমাত্র গ্যাস হাইড্রেটের সম্ভাব্য উপস্থিতি এবং বিতরণের ইঙ্গিত দিতে পারে। সিসমিক লাইনের অবস্থানের ওপর ভিত্তি করে শুধু বাংলাদেশের ইইজেডে দশমিক ১১ থেকে দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট সম্ভাব্য প্রাকৃতিক গ্যাস হাইড্রেট জমার অনুমান পাওয়া গেছে। বাংলাদেশের ইইজেড ও মহীসোপানের সব এলাকার পূর্ণাঙ্গ সিসমিক জরিপ সম্পন্ন করা হলে প্রকৃত মজুদ নিরূপণ করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সমীক্ষা অনুযায়ী করা প্রাথমিক পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে বলা যায়, বাংলাদেশের ইইজেডের উল্লেখযোগ্য এলাকায় প্রাকৃতিক গ্যাস হাইড্রেটের উপস্থিতি থাকার প্রমাণ পাওয়া গেছে। এই বিপুল পরিমাণ গ্যাস হাইড্রেটের উপস্থিতি ও মজুদের সমূহ সম্ভাবনা আগামী শতকে বাংলাদেশের জ্বালানি খাতের সামগ্রিক চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ভারতও গ্যাস পেয়েছে : সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বঙ্গোপসাগরে বিশেষ করে ভারতের কৃষ্ণ-গোদাভারী এবং মহানন্দা বেসিনে বিপুল পরিমাণ গ্যাস হাইড্রেটের মজুদের সম্ভাবনা বিষয়ে ভারত এরই মধ্যে নিশ্চিত হয়েছে।






















