পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় ৬টি চুক্তি স্বাক্ষর হতে পারে

- আপডেট সময় : ০৭:২৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
২০ আগস্ট চারদিনের ঢাকা সফরে আসা পাকিস্তানের বাণিজ্য জাম কামাল খান ঢাকায় অবস্থান কালেই দেশটির বিদেশমন্ত্রী ইসহাক দার বিশেষ বিমানে উড়ে আসেন ঢাকায়। ২৬’র ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুই পাকমন্ত্রীর ঢাকা সফর অত্যন্ত গুরুত্ব হিসাবেই দেখছেন কূটনীতিক মহল।
শনিবার দুপুর নাগাদ ঢাকায় পৌছানোর পর বিএনপি, জামায়াতে ইসলামী এবং পড়ুয়াদের দল এনসিপির সঙ্গে বৈঠক করেন। রবিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। ইসহাক দার ঢাকা সফরের দ্বিতীয় দিন রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে দু’দেশের মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা সই হতে পারে। ২০১২ সালের পর পাকিস্তানের কোনো বিদেশমন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর।
পাক বিদেশমন্ত্রীর ঢাকা সফর সামনে রেখে গত ১৬-১৭ এপ্রিল ঢাকা সফর করেন দেশটির বিদেশ সচিব আমনা বালুচ। সে সময় দুদেশের মধ্যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়। চলতি বছরের ২৭-২৮ এপ্রিল পাকিস্তানের বিদেশমন্ত্রীর ঢাকা সফরের কথা থাকলেও কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বিদেশমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর স্থগিত করা হয়। শনিবার দুপুর নাগাদ দুদিনের সফরে ঢাকায় পৌছানোর পর বাংলাদেশে বিদেশ সচিব আসাদ আলম সিয়াম বিমানবন্দরে তাকে স্বাগত জানান। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এসময় উপস্থিত ছিলেন।
যেসব চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে, তার মধ্যেদুদেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের দুদেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতা বিষয়ে সমঝোতা সই। ২০১২ সালে সর্বশেষ পাকিস্তানি বিদেশ মন্ত্রী হিসেবে হিনা রব্বানি খার বাংলাদেশ সফর করেছিলেন।
মূলত উন্নয়নশীল আট মুসলিম দেশের জোট ডি-৮ শীর্ষ সম্মেলনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে সে সময় ঢাকা সফর করেছিলেন তিনি। এদিকে ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সন্ধ্যায় বৈঠক করেন বিএনপির একটি প্রতিনিধি দল।
শনিবার সন্ধ্যায় ঢাকায় পাকিস্তান দূতাবাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসহাক দারের সঙ্গে বৈঠকে অংশ নেন।