পাঁচ ম্যাচ জয়ে সাকিবই সেরা
- আপডেট সময় : ০৩:৫৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১ ৩৪১ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেটের মাথা উঁচু করা গৌরবের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান সাকিব আল হাসানের। এটা যে কেউই একবাক্যে কবুর করে নেবেন। দেশের হয়ে আন্তর্জাতিক
ক্রিকেটের পাশাপাশি বিশ্বের প্রায় সব দেশের ফ্রাঞ্জাইজি লিগগুলোতেও নিয়মিত খেলেন এই অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন বলা হয়ে থাকে সাকিবকে।
বড় মঞ্চের এই তারকা আবারও প্রয়োজনের সময় দেশের হয়ে জ্বলে উঠলেন। মঙ্গলবার ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিকদের বিপক্ষে জয় পেয়েছে
বাংলাদেশ। বাঁচা-মরার এই ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করেছেন সাকিব এবং জিতে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। এর মধ্য দিয়ে আইসিসির আসরগুলোতে বাংলাদেশের সর্বশেষ পাঁচটি জয়ের ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
Sunday: Becomes top wicket-taker in men's T20I history 📈
Tuesday: An all-round brilliant display 💥@Sah75official has come to play at the #T20WorldCup pic.twitter.com/Zg9z7rzKQw— ICC (@ICC) October 20, 2021
টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ২১ রানে দুই উইকেটে হারিয়ে ফেলে বাংলাদেশ। ঠিক তখনই নাঈম শেখকে নিয়ে ৮০ রানের কার্যকরী একটি পার্টনারশিপ গড়ে তোলেন সাকিব। আউট হওয়ার আগে তার উইলো থেকে রান এসেছে ১৪৪.৮৩ স্ট্রাইক রেটে ২৯ বলে ৪২। পরে বল হাতে ৪ ওভারে মাত্র ২৮ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট। এতে করে স্বাভাবিকভাবে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তারই হাতে।
🐐 allrounder in white-ball cricket?
🏅 42 & 3-28 v Oman, T20WC 2021
🏅 51 & 5-29 v Afg, CWC 2019
🏅 124* & 2-54 v WI, CWC19
🏅 75 & 1-50 v SA, CWC19
🏅 114 & 0-52 v NZ, CT 2017Shakib Al Hasan was named Player of the Match in all of Bangladesh's last five wins at ICC events 🤯 pic.twitter.com/cKgryNhuG3
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 19, 2021
এর আগে আইসিসির টুর্নামেন্টে বাংলাদেশের সর্বশেষ চারটি জয় এসেছিল, ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে। আর পঞ্চমটি আসলো ওমানের বিপক্ষে। এই সবগুলোতেই ম্যাচ সেরা পুরস্কার সাকিব আল-হাসানের।




















