পরিস্থিতি দেখতে রাখাইন গেল রোহিঙ্গা প্রতিনিধিদল

- আপডেট সময় : ০৭:৫৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক, ঢাকা
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে ২৭ সদস্যের একটি প্রতিনিধিদল শুক্রবার রাখাইন অঞ্চল পরিদর্শনে গেলেন। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটির রাখাইনে পরিস্থিতি অনুকূল মনে হলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হতে পারে। প্রাথমিক অবস্থায় প্রায় এক হাজারের অধিক রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরানোর কাজ শুরু হবে।
২০১৭ সালের পর কোন রোহিঙ্গা প্রতিনিধি দলের প্রথম রাখান যাওয়া। বিজিবি নিরাপত্তায় ২০জন রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি ২০ প্রতিনিধি দল নিয়ে শুক্রবার সকালে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি দিয়ে মংডু যায় প্রতিনিধিদল। মিয়ানমারের রাখাইন রাজ্যের যেখানে রোহিঙ্গাদের রাখা হবে সেই আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করছেন তারা।
২০জন রোহিঙ্গা প্রতিনিধির মধ্যে ১৭ জন পুরুষ ও ৩জন নারী রয়েছেন। ২০১৭ সালের অগাস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ পোস্ট ও একটি সেনা ঘাঁটিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়। নির্যাতনের মুখে ১১ লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বিপুল সংখ্যক শরণার্থী বাংলাদেশের আর্থ সামাজিক অবকাঠামোয় চাপ তৈরি করেছে।
প্রতিনিধি দলটি ফিরে আসার এক সপ্তাহের মধ্যে মিয়ানমারের আরেকটি প্রতিনিধিদল কক্সবাজারে এসে রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই রোহিঙ্গাদের প্রথম দলের রাখাইন ফেরার আশা করা হচ্ছে।