নোয়াখালী হাতিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ৫ জন নিহত
- আপডেট সময় : ০৭:১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়া উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের জাগলার চর এলাকায় থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, মেঘনা নদীর বুকে জেগে ওঠা নতুন চর দখলকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে গত কয়েক দিন ধরেই উত্তেজনা চলছিল। এ নিয়ে মনির মেম্বার গ্রুপ ও শান্ত গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে আবারও উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা একপর্যায়ে গোলাগুলিতে রূপ নেয়। পুলিশ জানায়, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ওসি সাইফুল আলম বলেন, বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।



















