ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘ-হাতি শিকারে সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা নির্বাচনী মাঠে এখনো সমান সুযোগ, সম্প্রীতির বাংলাদেশই লক্ষ্য: প্রেস সচিব ইসলামী ফিন্যান্স ও ব্যাংকিংয়ে টেকসই উন্নয়ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনের সূচনা মাদুরোর নজির টেনে কাদিরভের বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান জেলেনস্কির এবার পাতানো নির্বাচন হবে না: কড়া বার্তা প্রধান নির্বাচন কমিশনের মোদিকে শায়েস্তা করতে ট্রাম্পের কড়া পদক্ষেপ? ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ৭ লাখ ২৮ হাজার প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে ইসি এলপিজি ঘিরে নীরব অর্থনৈতিক সন্ত্রাসে জিম্মি ভোক্তা, কঠোর পদক্ষেপের দাবি ইসমত শিল্পীর কবিতা ‘অশ্রুবাষ্প’ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতিতে বাংলাদেশ: সর্বোচ্চ গুণতে সাড়ে ১৮ লাখ টাকা

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদার করতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা একই সঙ্গে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান।

সভায় প্রধান উপদেষ্টা বলেন,  ভোট ও নাগরিক সেবা প্রদানের সকল অনলাইন প্ল্যাটফর্মকে সুরক্ষিত রাখতে সাইবার নিরাপত্তা জোরদার করা অপরিহার্য। তথ্য-প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সব ধরনের সাইবার অপরাধ মোকাবিলার জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে। তিনি নির্দেশ দেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জনবল নিয়মিত সফটওয়্যার ও হার্ডওয়্যার হালনাগাদ করবে এবং দক্ষতা উন্নয়ন নিশ্চিত করবে। পাশাপাশি একটি রেটিং পদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর সাইবার সুরক্ষা বাস্তব মূল্যায়ন করা হবে।

প্রধান উপদেষ্টা ফিন্যানশিয়াল সেক্টরে সাইবার অপরাধ প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে বিচার বিভাগের সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইতিমধ্যেই ৩৫টি প্রতিষ্ঠান ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং আরও প্রতিষ্ঠান তালিকাভুক্ত করার সুপারিশ আছে।

তিনি এসময় সতর্ক করেন, আসন্ন নির্বাচনের সময় গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনসহ সকল সাইবার ঝুঁকি প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও বিটিআরসির মধ্যে সমন্বয় বৃদ্ধি করা হবে।

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকিং সেক্টরের সাইবার নিরাপত্তা জোরদারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন এবং সেক্টরাল সার্ট (CERT) গঠনের প্রক্রিয়া প্রশংসা করেন। সভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী, দেশের সাইবার অবকাঠামো ও নাগরিক সেবার অনলাইন প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবার থেকে কেন্দ্রীয়ভাবে সমন্বিত ব্যবস্থা গ্রহণ ও ক্রমাগত মনিটরিং চালানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৮:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদার করতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা একই সঙ্গে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান।

সভায় প্রধান উপদেষ্টা বলেন,  ভোট ও নাগরিক সেবা প্রদানের সকল অনলাইন প্ল্যাটফর্মকে সুরক্ষিত রাখতে সাইবার নিরাপত্তা জোরদার করা অপরিহার্য। তথ্য-প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সব ধরনের সাইবার অপরাধ মোকাবিলার জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে। তিনি নির্দেশ দেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জনবল নিয়মিত সফটওয়্যার ও হার্ডওয়্যার হালনাগাদ করবে এবং দক্ষতা উন্নয়ন নিশ্চিত করবে। পাশাপাশি একটি রেটিং পদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর সাইবার সুরক্ষা বাস্তব মূল্যায়ন করা হবে।

প্রধান উপদেষ্টা ফিন্যানশিয়াল সেক্টরে সাইবার অপরাধ প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে বিচার বিভাগের সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইতিমধ্যেই ৩৫টি প্রতিষ্ঠান ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং আরও প্রতিষ্ঠান তালিকাভুক্ত করার সুপারিশ আছে।

তিনি এসময় সতর্ক করেন, আসন্ন নির্বাচনের সময় গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনসহ সকল সাইবার ঝুঁকি প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও বিটিআরসির মধ্যে সমন্বয় বৃদ্ধি করা হবে।

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকিং সেক্টরের সাইবার নিরাপত্তা জোরদারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন এবং সেক্টরাল সার্ট (CERT) গঠনের প্রক্রিয়া প্রশংসা করেন। সভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী, দেশের সাইবার অবকাঠামো ও নাগরিক সেবার অনলাইন প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবার থেকে কেন্দ্রীয়ভাবে সমন্বিত ব্যবস্থা গ্রহণ ও ক্রমাগত মনিটরিং চালানো হবে।