ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘ-হাতি শিকারে সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা নির্বাচনী মাঠে এখনো সমান সুযোগ, সম্প্রীতির বাংলাদেশই লক্ষ্য: প্রেস সচিব ইসলামী ফিন্যান্স ও ব্যাংকিংয়ে টেকসই উন্নয়ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনের সূচনা মাদুরোর নজির টেনে কাদিরভের বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান জেলেনস্কির এবার পাতানো নির্বাচন হবে না: কড়া বার্তা প্রধান নির্বাচন কমিশনের মোদিকে শায়েস্তা করতে ট্রাম্পের কড়া পদক্ষেপ? ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ৭ লাখ ২৮ হাজার প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে ইসি এলপিজি ঘিরে নীরব অর্থনৈতিক সন্ত্রাসে জিম্মি ভোক্তা, কঠোর পদক্ষেপের দাবি ইসমত শিল্পীর কবিতা ‘অশ্রুবাষ্প’ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতিতে বাংলাদেশ: সর্বোচ্চ গুণতে সাড়ে ১৮ লাখ টাকা

নিরাপত্তার কারণে ভারতের ভেন্যুতে না যাওয়ার সিদ্ধান্ত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

নিরাপত্তার কারণে ভারতের ভেন্যুতে না যাওয়ার সিদ্ধান্ত : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নির্ধারিত ভেন্যুতে অংশ না নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার বোর্ডের ১৭ জন পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিসিবি সূত্র জানায়, বিষয়টি শুধুমাত্র ক্রিকেটীয় প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং খেলোয়াড়দের নিরাপত্তা, মর্যাদা এবং সামগ্রিক কূটনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে এই অবস্থান নেওয়া হয়েছে।

এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে বিসিবির পরিচালকেরা অনলাইনে বৈঠক করেন। সে সময় অধিকাংশ পরিচালক তাৎক্ষণিকভাবে কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ার পক্ষে মত দেন। তবে সরকারের দৃষ্টিভঙ্গি ও সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনার পর বোর্ড পুনরায় বিষয়টি বিবেচনায় নেয় এবং সিদ্ধান্তে পৌঁছায়। এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন জানান, খুব শিগগিরই আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ডের অবস্থান পরিষ্কার করা হবে। পরে বিকেল ৩টা ২২ মিনিটে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি উল্লেখ করেন, বিদ্যমান প্রেক্ষাপট ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি সূত্রের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে যৌক্তিক উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সে কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বিসিবি আশা করছে, আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম, পারস্পরিক শ্রদ্ধা এবং কূটনৈতিক সংবেদনশীলতার ভিত্তিতে বিষয়টির একটি গ্রহণযোগ্য সমাধান হবে। ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।

সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচও কলকাতা ও মুম্বাইয়ে নির্ধারিত ছিল। এরই মধ্যে বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে লিটন দাসকে অধিনায়ক করা হয়েছে। বোর্ড সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের লক্ষ্য আন্তর্জাতিক ক্রিকেটের চেতনা অক্ষুণ্ন রেখে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করা, যেখানে খেলোয়াড়দের নিরাপত্তা, সম্মান ও পেশাদারিত্ব সর্বোচ্চ গুরুত্ব পাবে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিরাপত্তার কারণে ভারতের ভেন্যুতে না যাওয়ার সিদ্ধান্ত

আপডেট সময় : ০৬:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নির্ধারিত ভেন্যুতে অংশ না নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার বোর্ডের ১৭ জন পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিসিবি সূত্র জানায়, বিষয়টি শুধুমাত্র ক্রিকেটীয় প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং খেলোয়াড়দের নিরাপত্তা, মর্যাদা এবং সামগ্রিক কূটনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে এই অবস্থান নেওয়া হয়েছে।

এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে বিসিবির পরিচালকেরা অনলাইনে বৈঠক করেন। সে সময় অধিকাংশ পরিচালক তাৎক্ষণিকভাবে কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ার পক্ষে মত দেন। তবে সরকারের দৃষ্টিভঙ্গি ও সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনার পর বোর্ড পুনরায় বিষয়টি বিবেচনায় নেয় এবং সিদ্ধান্তে পৌঁছায়। এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন জানান, খুব শিগগিরই আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ডের অবস্থান পরিষ্কার করা হবে। পরে বিকেল ৩টা ২২ মিনিটে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি উল্লেখ করেন, বিদ্যমান প্রেক্ষাপট ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি সূত্রের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে যৌক্তিক উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সে কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বিসিবি আশা করছে, আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম, পারস্পরিক শ্রদ্ধা এবং কূটনৈতিক সংবেদনশীলতার ভিত্তিতে বিষয়টির একটি গ্রহণযোগ্য সমাধান হবে। ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।

সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচও কলকাতা ও মুম্বাইয়ে নির্ধারিত ছিল। এরই মধ্যে বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে লিটন দাসকে অধিনায়ক করা হয়েছে। বোর্ড সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের লক্ষ্য আন্তর্জাতিক ক্রিকেটের চেতনা অক্ষুণ্ন রেখে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করা, যেখানে খেলোয়াড়দের নিরাপত্তা, সম্মান ও পেশাদারিত্ব সর্বোচ্চ গুরুত্ব পাবে।