সংবাদ শিরোনাম ::
নাশকতার মামলায় আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতা গ্রেফতার
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৯:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ১৭৮ বার পড়া হয়েছে
বাগেরহাটে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার উপজেলার ডুমুরিয়া বাজার ও খাসেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতার চিতলমারী উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক বিধান চন্দ্র ব্রহ্ম (৫০) উপজেলার কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মো. কামরুল মীর (২৫) চরবানিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
চিতলমারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, বিধান চন্দ্র ব্রহ্ম ও কামরুল মীরের বিরুদ্ধে গেল ৬ মার্চে চিতলমারী থানায় একটি নাশকতা মামলা রয়েছে। দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।



















