ধর্মপাশায় এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে নেওয়ার ঘটনা ঘটেছে
- আপডেট সময় : ০৫:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের রাজনগন গ্রামের সবুজ মিয়া নামক এক ব্যক্তির গোপানাঙ্গ কেটে নিয়েছে দুবৃওরা। মঙ্গলবার রাত ৯ টা নাগাদ বাড়ি ফেরার পথে এ ঘটনা। সবুজ মিয়া একজন স’ মিল মালিক।
গুরুতর আহত সবুজ মিয়াকে স্থানীয় লোকজন ধর্মপাশা সদর হাসপাতালে ভর্তি করেছে। চিকিৎসকরা জানান, অর্ধকাটা গোপনাঙ্গে ১২ টি সেলাই দিতে হয়েছে।
বুধবার দুপুর নাগাদ এস আই রফিকুল ইসলাম হাসপাতালে গিয়ে রোগীর খোজ খবর ও জিজ্ঞাসাবাদ করেন। সবুজের পরিবারের তরফে যায়, সবুজের ধর্মপাশা সদরের উকিল পাড়া মোড়ে একটি সমিল রয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নলগড়া গ্রামের আব্দুস ছাওারের ছেলে রকিবের সাথে সবুজের বাকবিতন্ড হয়। এক পর্যায়ে নলগড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে সাদ্দাম হোসেন ও রকিবের ৪/৫ জন নিকট আত্মীয় সবুজের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় ধারালো অস্ত্র দিয়ে গোপনাঙ্গ কেটে পেলার চেষ্টা করলে সবুজ মিয়ার দস্তাদস্তির কারণে অর্ধেকটা কেটে যায় এবং তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা সবুজকে রক্তাক্ত অবস্থায় পেলে পালিয়ে যায়।



















