ঢাকায় পৌছালো জাপানের আরও ৬ লাখ ডোজ টিকা
- আপডেট সময় : ০৫:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১ ২৮৯ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
“তিন দফায় ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিলো জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ ডোজ টিকা দেবে”
একের পর এক টিকার চালান পৌছাচ্ছে ঢাকায়। দেশে টিকার উৎপাদনের বিষয়টিও থেমে নেই। অচিরেই চীনের সিনোফার্মের সঙ্গে যৌথভাবে টিকার উৎপাদনে হাত লাগাবে বাংলাদেশ।
পৃথিবীর যেখানেই টিকা মিলবে, সেখান থেকেই টিকা সংগ্রহের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে।
টিকা সংগ্রহের জন্য টাকার কোন ঘাটতি নেই। দেশের মানুষকে রক্ষায় শেখ হাসিনার এই ঘোষণা শক্তি যুগিয়েছে দেশের আমজনতাকে। এরই মধ্যে সাতদিনে ১ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ নিয়ে মাঠে নেমেছে সংশ্লিষ্টরা।
টিকা নিয়ে আগামীতে আর কোন সমস্যা থাকবে না বলে আগেই জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
এরই মধ্যে দফায় দফায় টিকার চালান আসছে বাংলাদেশে। জাপান, চায়না, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে। রাশিয়ার সঙ্গে যৌথভাবে বাংলাদেশের টিকা উৎপাদনের বিষয়টিও ফলপ্রসূ
আলোচনায় রয়েছে। বেইজিংয়ের সঙ্গে ঢাকা যে যৌথ টিকা উৎপাদনে যাচ্ছে, সেই চুক্তি খসরাও স্বাস্থ্যমন্ত্রকে। এখন যাচাই-বাচাই করে চূড়ান্ত করা পালা।

মঙ্গলবার জাপান থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা পৌঁছেছে ঢাকায়। এদিন অপরাহ্নে টিকা বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে উপহার হিসেবে মিলেছে এই টিকা।
জাপানের স্থানীয় সময় সোমবার রাত সোয়া ৯টায় নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান টিকার চালান নিয়ে ঢাকার পথে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস সোমবার সন্ধ্যায় ফেসবুক পেজে এ তথ্য জানায়।

এর আগে ৩১ জুলাই জাপান থেকে আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা। তার আগে ২৪ জুলাই প্রথম দফায় জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছে। এ নিয়ে
তিন দফায় বাংলাদেশে ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিলো জাপান। সব মিলে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে।




















