ঢাকার প্রধান বিমানবন্দরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ফ্লাইট ওঠানামা বন্ধ

- আপডেট সময় : ০৫:১৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
আমিনুল হক ভূইয়া, ঢাকা
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো ভিলেজে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা।
বিমানবন্দরের আশপাশের এলাকা থেকেও ধোঁয়া দৃশ্যমান হয়, ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে আরও ৮টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে মোট ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।

তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ফ্লাইট অপারেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলে পুনরায় কার্যক্রম শুরু হবে। অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে। এছাড়া উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দুই প্লাটুন সদস্য।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের নিজস্ব ফায়ার সেকশনসহ সংশ্লিষ্ট সব সংস্থা ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে।
কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে এবং জানিয়েছে যে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আগুনের কারণে আকাশপথে চলাচল ব্যাহত হয়েছে। রিয়াদ থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শাহজালালে নামতে না পেরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন হাফিজ আহমদ জানান, ফ্লাইটটিতে ৩৯৬ জন যাত্রী ছিলেন এবং সবাই নিরাপদে আছেন। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডটি কার্গো ভিলেজের গুদাম এলাকায় ঘটেছে, যেখানে বিভিন্ন ধরনের রপ্তানি পণ্য সংরক্ষণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় বিমানবন্দর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।
উদ্ধারকাজে ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।