ডিসেম্বরে রাজাকারের তালিকা প্রকাশ
- আপডেট সময় : ০৬:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ১৯০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
একাত্তরে মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি বাহিনীর দোসর হিসাবে কাজ করেছে রাজাকার বাহিনী। মুক্তিযোদ্ধা ধরিয়ে দেওয়া, নারীদের ওপর অত্যাচার, পাকবাহিনী ক্যাম্পে নারীদের ধরে নিয়ে যাওয়া, হত্যা-লুণ্ঠন, অগ্নিসংযোগে মেতে ওঠেছিল।
এই রাজাকারদের তালিকা প্রকাশের দাবি বহুদিনের। রাজাকারের তালিকা প্রকাশের কোন আইন ছিল। এবারে তাওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই রাজাকার তালিকা প্রকাশ করবে মুক্তিযুদ্ধ মন্ত্রক। মঙ্গলবার সিলেটে সাংবাদিকদের এসব কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রকের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এদিন মন্ত্রী জানান, রাজাকারের তালিকা তৈরির জন্য আগে কোনো আইন ছিল না। বিগত পার্লামেন্টে এই আইন পাশ হয়েছে। এখন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খান এমপিকে আহবায়ক করে তালিকা প্রণয়নের জন্য দায়িত্ব প্রদান করে কমিটি করে দেওয়া হয়েছে। আশা করা যায় ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।



















