ডিজেল ও কেরোসিনের দাম বাড়লো লিটারে ১৫ টাকা
- আপডেট সময় : ০৭:৫১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১ ২৮৬ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়লো সরকার। বুধবার দিবাগত রাত ১২টা থেকে জ্বালানী তেলের বর্ধিত মূল্য কার্যকরের ঘোষণা দেওয়া হয়। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়, আন্তর্জাতিক
বাজারে জ্বালানি তেলের মূল্য ক্রমবর্ধমান। এ ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তীসহ বিশ্বের অন্যান্য দেশ জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্বয় করছে। গত ১ নভেম্বর ভারতে ডিজেলের মূল্য ছিল প্রতি লিটারে ১২৪.৪১ টাকা বা ১০১.৫৬ রুপি। অথচ বাংলাদেশে ডিজেলের মূল্য প্রতি লিটারে ৬৫ টাকা
অর্থাৎ লিটার প্রতি ৫৯.৪১ টাকা কম। তাই জ্বালানী তেলের মূল্য প্রতি লিটারে ১৫ টাকা করে বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে যা দর, তাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ডিজেল লিটার প্রতি ১৩ টাকা ১ পয়সা ও ফার্নেস অয়েল ৬ টাকা ২১ পয়সা করে কমে
বিক্রি করছে। এতে প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে। গত অক্টোবরে বিপিসির লোকসান হয়েছে প্রায় ৭২৭ কোটি টাকা।
সর্বশেষ ২০১৬ সালের ২৪ এপ্রিল পেট্রোলিয়াম পণ্যের মূল্য হ্রাস করে পুনর্নিধারণ করা হবার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ।




















