ডলারের বিপরীতে রুপির নতুন রেকর্ড পতন, লাভবান হচ্ছেন বাংলাদেশি ভ্রমণকারীরা
- আপডেট সময় : ০৫:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে
ডলারের বিপরীতে ভারতের মুদ্রা রুপির দর আরও কমে নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার সকালে প্রতি ডলারের বিপরীতে রুপির দাম নেমে আসে ৯০ দশমিক ৮৩-এ, যা এ পর্যন্ত রুপির সর্বনিম্ন দর।
আগের দিন সোমবার দিন শেষে এই দর ছিল ৯০ দশমিক ৭৩। আজ লেনদেন শুরু হয় ৯০ দশমিক ৭৯ দিয়ে, পরে একপর্যায়ে ৯০ দশমিক ৮৩-এ পৌঁছে যায়।
বিশ্লেষকদের আশঙ্কা, ডলারের বিপরীতে রুপির দর শিগগিরই ৯১ ছাড়াতে পারে। এক মাসের বেশি সময় ধরে রুপির দরপতন চলছেই। গতকাল একদিনেই রুপির দাম কমেছে ২৯ পয়সা। ভারতের বিদেশি মুদ্রা বাজার সংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগ প্রত্যাহার, বাণিজ্যচুক্তি সংক্রান্ত অনিশ্চয়তা এবং বাজারে ডলারের বাড়তি চাহিদার কারণেই রুপির ওপর এই চাপ সৃষ্টি হয়েছে।
ইকোনমিক টাইমস জানায়, বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে রুপি বিক্রি করছেন। তবে জিওজিৎ ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ভিকে বিজয়কুমার বলেছেন, এই চাপ দীর্ঘস্থায়ী নাও হতে পারে।
অক্টোবরে ভারতের বাণিজ্য ঘাটতি ছিল ৪১ দশমিক ৬৪ বিলিয়ন ডলার, যা নভেম্বরে কমে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে। একই সঙ্গে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ৮ দশমিক ২ শতাংশ এবং মূল্যস্ফীতি অক্টোবর ও নভেম্বরে ছিল যথাক্রমে শূন্য দশমিক ২৫ ও শূন্য দশমিক ৭১ শতাংশ।
এই পরিস্থিতিতে বাংলাদেশি ভ্রমণকারীরা স্পষ্টভাবে লাভবান হচ্ছেন। বাংলাদেশে ডলারের বিপরীতে টাকার মান কয়েক মাস ধরে স্থিতিশীল থেকে ১২২-১২৩ টাকার মধ্যে রয়েছে। ফলে বাংলাদেশ থেকে ডলার কিনে ভারতে ভাঙালে এখন আগের চেয়ে বেশি রুপি পাওয়া যাচ্ছে।
২০২৪ সালের ডিসেম্বরে যেখানে প্রতি ডলারে ৮৪-৮৫ রুপি পাওয়া যেত, এখন তা প্রায় ৯১–এ পৌঁছেছে, অর্থাৎ প্রতি ডলারে প্রায় ৬ রুপি বেশি।
তবে ভিসা নিষেধাজ্ঞার কারণে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমেছে। ডয়চে ভেলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ভারতে বাংলাদেশি পর্যটক ছিলেন ২১ লাখ ২০ হাজার, যা ২০২৪ সালে কমে দাঁড়ায় ১৭ লাখ ৫০ হাজারে। এতে বাংলাদেশি পর্যটকের ওপর নির্ভরশীল ভারতের ব্যবসায়ীরা চাপের মুখে পড়েছেন।



















