হাদি হত্যার বিচার চেয়ে শাহবাগে তৃতীয় দিনের মতো অবস্থান ইনকিলাব মঞ্চের
- আপডেট সময় : ০৭:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। প্রিয় নেতার হত্যার সুষ্ঠু বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে তারা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করছেন বলে জানান আন্দোলনকারীরা।
রোববার (২৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জড়ো হতে থাকেন। কিছু সময়ের মধ্যেই তারা শাহবাগ মোড়ের চারদিকের সড়কে অবস্থান নেন। দুপুর আড়াইটার পর থেকে শাহবাগের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দেন। অনেকের চোখেমুখে ছিল ক্ষোভ ও শোকের ছাপ। তারা বলেন, একজন রাজনৈতিক কর্মীকে প্রকাশ্যে হত্যা করা হলেও এখনো মূল অভিযুক্তরা ধরা না পড়ায় তারা গভীর হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই অবরোধ তাদের ন্যায়বিচারের আর্তি।
একই দাবিতে দুপুর ২টা থেকে দেশের আটটি বিভাগেও একযোগে অবরোধ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির নেতারা জানান, কেন্দ্র ও বিভাগীয় পর্যায়ে এই কর্মসূচির মাধ্যমে তারা রাষ্ট্রের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করতে চান।
এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অবরোধের ঘোষণা দেন। প্রথমে রবিবার বেলা ১১টা থেকে কর্মসূচি শুরুর কথা জানানো হলেও পরবর্তীতে সময় পরিবর্তন করে দুপুর ২টা থেকে অবরোধ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার মনোভাব রয়েছে। তারা বলেন, এই আন্দোলন কোনো বিশৃঙ্খলার জন্য নয়, বরং ন্যায়বিচার ও মানবিক নিরাপত্তার দাবি জানাতেই তাদের এই অবস্থান।



















