জুলাই-আগস্টের হত্যাযজ্ঞ: কাদের-আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
- আপডেট সময় : ১২:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত কথিত হত্যাযজ্ঞের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, অভিযোগভুক্ত সকল আসামির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পরই এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগের তালিকায় কাদের ও আরাফাত ছাড়াও রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
প্রসিকিউশনের দাবি, আলোচিত ওই সময়কালে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনায় অভিযুক্তদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকার প্রমাণ পাওয়া গেছে। গত ৮ ডিসেম্বর প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে জানায়, এই সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে।
এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করলে পরবর্তী ধাপে আসামিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।



















