সংবাদ শিরোনাম ::
জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে
দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জামিন দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। বুধবার আদালত এ জামিন আবেদন মঞ্জুর করেছে। তবে আরো দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়া ইমরান এখনই জেল থেকে ছাড়া পাবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী।
ডন অনলাইন জানিয়েছে, আদালত ১০ লাখ টাকায় জামিন দিয়েছেন। অবশ্য দুর্নীতির মামলায় জামিন পেলেও ইমরানকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে না। কারণ তিনি এখনো সাইফার মামলা এবং ইদ্দত মামলায় সাজা ভোগ করছেন।
ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডির একটি আদালত দুর্নীতি মামলায় অভিযুক্ত করে। মামলায় অভিযোগ করা হয়েছে যে, ইমরান ও বুশরা বিবি একটি প্রতিষ্ঠানের শত শত কোটি রুপি বৈধ করার জন্য উপহার হিসাবে জমি নিয়েছিলেন। তবে ইমরান এ অভিযোগ অস্বীকার করেছেন।






















