জামিনে মুক্ত ঢাকাই নায়িকা নুসরাত
- আপডেট সময় : ০৮:২১:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
জুলাই গণ-আন্দোলনে একটি হত্যা প্রচেষ্টা মামলায় সোমবার দেশ ছাড়ার সময় ঢাকা বিমান বন্দর থেকে গ্রেপ্তার হন নায়িকা নূসরাত। এরপর গোয়েন্দাদের জিজ্হাসাবাদের পর আন্দোলতে তোলা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠায়।
গ্রেপ্তারের একদিনের মাথায় জামিনে মুক্ত হলেন চিত্র নায়িকা নুসরাত ফারিয়া। গত বছরের ১৯ জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে ঢাকার ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হয়ে এনামুল হক (৩৫) নামের একব্যক্তি গুলিবিদ্ধ হন।
সেই মামলায় অনেককে আসামী করা হয়। যার একজন ঢাকাই নায়িকা নুসরাত ফারিয়া। রোববার তিনি থাইল্যান্ডে যাবার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিকালে তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জাইমন মঞ্জুর করেন এবং বিকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ছাড়া পান।
কারাগার থেকে বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি অভিনেত্রী। তবে ফেসবুক পেজের এক স্ট্যাটাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই নায়িকা। আদালত সূত্রের খবর, ৩ মে এনামুল হক ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন।
এর মধ্যে নুসরাত ফারিয়াসহ ১৭ অভিনেতা-অভিনেত্রীকে আসামি করা হয়। আদালতের নির্দেশে মামলাটি ৩ মে এজাহার হিসেবে রেকর্ড হয়। মামলার দুই সপ্তাহ পর গ্রেপ্তার করা হন নুসরাত।



















