চাঁপাইনবাবগঞ্জের নৃশংস হামলায় যুবকের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন, ২ জামায়াতকর্মী আটক
- আপডেট সময় : ০৮:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের নৃশংস হামলায় যুবকের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন, ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি : ছবি সংগ্রহ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৃশংস হামলার শিকার এক যুবকের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের পর জামায়াতে ইসলামীর দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
আহত যুবকের নাম আবু সুফিয়ান সিজু (২২)। তিনি শিবগঞ্জ উপজেলার বাজিতপুর বাহাদুর মোড়লের টোলা গ্রামের বাসিন্দা। গত ২৪ ডিসেম্বর বিকেলে উপজেলার উমরপুর ঘাট এলাকায় এ বর্বর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আবু সুফিয়ানকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে লাঠি, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে তার দুই হাত ও এক পা কেটে প্রায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আবু সুফিয়ানের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২ থেকে ১৫ জনকে আসামি করা হয়। পরে অভিযান চালিয়ে পুলিশ শাহ আলম ও তার ভাই আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে কারাগারে পাঠায়। তারা দুজনই জামায়াতে ইসলামীর কর্মী বলে পুলিশ জানিয়েছে। আব্দুর রাজ্জাক স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক এবং উমরপুর ঘাট এলাকায় তার একটি ওষুধের দোকান রয়েছে, যেখানে ঘটনাটি ঘটে।
চিকিৎসকদের বরাতে স্বজনরা জানান, আবু সুফিয়ানের বাঁ হাতের অবস্থা আশঙ্কাজনক এবং কেটে ফেলতে হতে পারে। ডান হাতটি রক্ষার চেষ্টা চলছে। মাথা ও পায়েও গুরুতর জখম রয়েছে।
আহত যুবকের পরিবার দাবি করেছে, একটি পূর্ববর্তী বিরোধ ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। অন্যদিকে শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতকে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


















