চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

- আপডেট সময় : ০৭:০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
ঢাকার মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদামে আগুন নেভানোর প্রচেষ্টা চলাকালেই বৃহস্পতিবার চট্টগ্রামের ইপিজেডে (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর নাগাদ চট্টগ্রাম ইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত একটি নয়তলা কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটিতে একটি মেডিকেল ইকুইপমেন্ট তৈরির কারখানা ছিল এবং সেখানে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করতেন। আগুন প্রথমে ভবনের সপ্তম তলায় লাগলেও পরে তা ছয়তলায় ছড়িয়ে পড়ে বলে জানান ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামির হোসেন জিয়া।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দীন জানান, এ পর্যন্ত ছয়টি স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও আগুন নেভাতে যোগ দিয়েছেন। আগুনের ভয়াবহতা ও কারখানাটির কাঠামো বিবেচনায় নিয়ে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ে কাজ চালানো হচ্ছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আবদুল মান্নান জানান, এখন পর্যন্ত কেউ ভবনের ভেতরে আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার কাজ এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা একযোগে চলছে।
চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট সব সংস্থা কার্যক্রম শুরু করে। এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি, যা কিছুটা স্বস্তির।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।