চট্টগ্রামে লরির ধাক্কায় ট্রেনের ইঞ্জিন উল্টে নিরাপত্তা কর্মী নিহত
- আপডেট সময় : ০৩:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মহানগরীর সাগরিকা এলাকায় একটি ট্রাক লরির ধাক্কায় কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিন উল্টে গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের নিরাপত্তাকর্মী শামসুল হাই (৬০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি নগরের পাহাড়তলীর দিদার কলোনির বাসিন্দা ছিলেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে ট্রেনটি ঢাকা আইসিডির উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রায় ২০ মিনিট পর সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক লরি হঠাৎ রেললাইনে উঠে পড়ে ট্রেনের ইঞ্জিনে সরাসরি ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে ইঞ্জিনটি উল্টে যায় এবং ট্রেনের একটি কনটেইনার বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পর রেল চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে । পরে উদ্ধার শেষে ট্রেনের রেকটি সিজিপিওয়াই স্টেশনে ফিরিয়ে আনা হয়।
রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় সাগরিকা রেলগেট খোলা ছিল। সেই সুযোগে বেপরোয়া গতির ট্রাকটি রেললাইনে উঠে পড়ে এবং সরাসরি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি শহিদুল ইসলাম) বলেন, এটি মূলত মালবাহী ট্রেন চলাচলের লাইন। সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে। প্রাথমিকভাবে গেটম্যানের দায়িত্বে অবহেলা এবং ট্রাকচালকের বেপরোয়া গতি দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।


















