চট্টগ্রামে ছিনতাই হওয়া ‘২৯০ ভরি’ স্বর্ণ উদ্ধার, সাবেক পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬
- আপডেট সময় : ০৮:১৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীতে রোববার ভোরে আতুরার ডিপো এলাকায় ঘটানো স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় চাকরিচ্যুত এক পুলিশ সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাই হওয়া মোট ৩৫০ ভরি স্বর্ণের মধ্যে ২৯০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযান ও তদন্তের মাধ্যমে ধাপে ধাপে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সবুজ দেবনাথ নামে একজন স্বর্ণ ব্যবসায়ী তার সহযোগীর সঙ্গে ৩৫টি স্বর্ণের বার নিয়ে নগরীর সাবেরিয়া থেকে অক্সিজেন করতে যাচ্ছিলেন। আতুরার ডিপো এলাকায় চার ছিনতাইকারী দুইটি বাইকে করে এসে অটোরিকশা আটকিয়ে তাদের মারধর করে বারগুলো ছিনিয়ে নেয়।

পাঁচলাইশ থানায় অভিযোগ পাওয়ার পর চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর বিভাগের একটি দল গঠন করে। দলটি গাজীপুর কাশিমপুর মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে সাবেক এএসআই সুমন চন্দ্র দাশ, মো. মাসুদ রানা ওরফে বাইক বাবু, এবং রফিকুল ইসলাম ইমনকে গ্রেপ্তার করে। ছিনতাইয়ে ব্যবহৃত একটি বাইকও জব্দ করা হয়।
পরে পুলিশ সুমনের স্ত্রী পান্না দাশ ও চাচাতো ভাই রবি চন্দ্র দাশকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের তথ্য অনুযায়ী মোহাম্মদপুর থেকে ২৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া বিবেক বণিকও স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে কাজ করতেন এবং সুমনের সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনি মূল পরিকল্পনা সংক্রান্ত তথ্য প্রদান করেন।

ডিবি উপকমিশনার হামিদুর রহমান জানিয়েছেন, সুমন চন্দ্র দাশ সাবেক পুলিশ এএসআই ছিলেন এবং আগেও স্বর্ণ ছিনতাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন। এই কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
পাঁচলাইশ থানার ওসি মো. আব্দুল করিম বলেন, ছিনতাই হওয়া স্বর্ণ সবুজ দেবনাথের জুয়েলারি দোকানের মালিকানাধীন ছিল। সুমন ও তার সহযোগীর পরিকল্পনায়, দোকানের একজন কর্মচারীকে লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করা হয়েছিল। এই ঘটনায় আরও একজন পলাতক রয়েছে, যাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাকি ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধারের জন্যও অভিযান অব্যাহত আছে।
এই ঘটনায় চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতগতিতে অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার এবং জব্দকৃত স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয়েছে।



















