গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
- আপডেট সময় : ০২:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
গাজীপুরের বাঘেরবাজার এলাকায় একটি কয়েল উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার বাঘেরবাজারে অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, হঠাৎ করেই কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়লে নিরাপত্তাকর্মীরা প্রথমে নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা দ্রুত বেড়ে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় আগুন আরও ছড়িয়ে পড়তে থাকায় বাড়তি সহায়তার জন্য আরও দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অফিসার লিমা খানম জানান, দুপুর ১টার দিকে ফিনিক্স কেমিক্যাল গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি বলেন, “আমাদের ইউনিটগুলো অগ্নিনির্বাপণে কাজ করছে। আগুনের উৎস এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
শেষ খবর পাওয়া পর্যন্ত, আশপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কাজ অব্যাহত রয়েছে।



















