কুমিল্লা জেলা পরিষদ বৃত্তি পেল ৫১৭ শিক্ষার্থী
- আপডেট সময় : ০৮:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ৩৪৫ বার পড়া হয়েছে
আয়েশা আক্তার, কুমিল্লা
শিক্ষাক্ষেত্রে কুমিল্লা জেলা পরিষদ নজির গড়েছে। পরিষদের নিজস্ব তহবিল থেকে জেলার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রম অব্যহত রয়েছে। এবছর মেধা বৃত্তি পেল ৫১৭ শিক্ষার্থী।
বৃহষ্পতিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আমাদের বড় শত্রু দুর্নীতি। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে কোন জায়গায় দুর্নীতি নেই। তিনি বরেলন, একজন মা একা তার সন্তানকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াতে কতটা বেগ পেতে হয়, তা সহজেই অনুমান করা যায়। এই শিক্ষার্থী ট্রান্সফারের জন্য তিন মাস যাবত ঘুরেছে। অথচ হচ্ছে না। আমাদের কাজের প্রতি আন্তরিক হতে হবে এবং পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি কুমিল্লা-৭ চান্দিনা আসনের সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অপর্ণা বৈদ্য, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লা আল মাহমুদ সহিদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফাহমিদা জেবিন ও আবৃত্তিকার রুবেল কুদ্দুস। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন।



















