ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘ-হাতি শিকারে সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা নির্বাচনী মাঠে এখনো সমান সুযোগ, সম্প্রীতির বাংলাদেশই লক্ষ্য: প্রেস সচিব ইসলামী ফিন্যান্স ও ব্যাংকিংয়ে টেকসই উন্নয়ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনের সূচনা মাদুরোর নজির টেনে কাদিরভের বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান জেলেনস্কির এবার পাতানো নির্বাচন হবে না: কড়া বার্তা প্রধান নির্বাচন কমিশনের মোদিকে শায়েস্তা করতে ট্রাম্পের কড়া পদক্ষেপ? ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ৭ লাখ ২৮ হাজার প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে ইসি এলপিজি ঘিরে নীরব অর্থনৈতিক সন্ত্রাসে জিম্মি ভোক্তা, কঠোর পদক্ষেপের দাবি ইসমত শিল্পীর কবিতা ‘অশ্রুবাষ্প’ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতিতে বাংলাদেশ: সর্বোচ্চ গুণতে সাড়ে ১৮ লাখ টাকা

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে ফের বিক্ষোভ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে ফের বিক্ষোভ: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসের সামনে আবারও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাশ নামে এক হিন্দু যুবক হত্যার প্রতিবাদে শুক্রবার (২৬ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপ-দূতাবাস ও আশপাশের এলাকায় কঠোর পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।

শিয়ালদহ স্টেশন চত্বর থেকে গেরুয়া বসনধারী সাধু-সন্তদের অংশগ্রহণে একটি মিছিল শুরু হয়। মিছিলটি উপ-দূতাবাসের দিকে অগ্রসর হলে বেহালা বাগান মোড়ে কলকাতা পুলিশ সেটি আটকে দেয়। আয়োজকদের দাবি অনুযায়ী, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবেই পালিত হয়।

পরে শুভেন্দু অধিকারীসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় ৩০ মিনিট বৈঠক শেষে তিনি জানান, দীপু দাশ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত জামিন না দেওয়ার কথা ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করেছে বলেও প্রতিনিধি দলকে অবহিত করা হয়।

বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, বিভিন্ন হিন্দু সংগঠন ও জনপ্রতিনিধিরা ধারাবাহিকভাবে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আসছেন। তিনি পুলিশের সাম্প্রতিক লাঠিচার্জ নিয়েও অভিযোগ তুলে ধরেন এবং আহত ও গ্রেপ্তারদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

উল্লেখ্য, দীপু দাশ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসের সামনে দফায় দফায় প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিভিন্ন হিন্দু সংগঠন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে ফের বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৪২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসের সামনে আবারও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাশ নামে এক হিন্দু যুবক হত্যার প্রতিবাদে শুক্রবার (২৬ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপ-দূতাবাস ও আশপাশের এলাকায় কঠোর পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।

শিয়ালদহ স্টেশন চত্বর থেকে গেরুয়া বসনধারী সাধু-সন্তদের অংশগ্রহণে একটি মিছিল শুরু হয়। মিছিলটি উপ-দূতাবাসের দিকে অগ্রসর হলে বেহালা বাগান মোড়ে কলকাতা পুলিশ সেটি আটকে দেয়। আয়োজকদের দাবি অনুযায়ী, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবেই পালিত হয়।

পরে শুভেন্দু অধিকারীসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় ৩০ মিনিট বৈঠক শেষে তিনি জানান, দীপু দাশ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত জামিন না দেওয়ার কথা ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করেছে বলেও প্রতিনিধি দলকে অবহিত করা হয়।

বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, বিভিন্ন হিন্দু সংগঠন ও জনপ্রতিনিধিরা ধারাবাহিকভাবে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আসছেন। তিনি পুলিশের সাম্প্রতিক লাঠিচার্জ নিয়েও অভিযোগ তুলে ধরেন এবং আহত ও গ্রেপ্তারদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

উল্লেখ্য, দীপু দাশ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসের সামনে দফায় দফায় প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিভিন্ন হিন্দু সংগঠন।