করোনা: আক্রান্তর হার নামলো ৫ শতাংশের নিচে
- আপডেট সময় : ০৮:০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ ৩২৬ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ
করোনার গ্রাফ নিয়ন্ত্রণে। স্বস্তি ফিরছে বাংলাদেশে। সঙক্রমণের একরোখা ভাবটা কেটে গিয়েছে। বিগত চার মাসে সর্বনিম্ন ২৬ জনের মৃত্যু হয়েছে একদিনে। এর আগে গত সোমবারও
ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬২ জন। গত ২৪ ঘণ্টায় ২৬ জনসহ মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ২৭৭ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের তরফে এ তথ্য জানানো হয়। বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩২৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের
সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৮০০জনে দাঁড়ালো। নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা সংখ্যা ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গিয়েছে, মৃত
২৬ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে
৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছে। মারা যাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ ও ১০ জন নারী। এদের মধ্যে
একজন ছাড়া বাকি সবাই হাসপাতালে মারা গিয়েছেন। বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৩ জন, খুলনা বিভাগে দুইজন, সিলেট বিভাগে দুইজন ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গিয়েছেন।





















