‘ওমিক্রন’ ভারতের আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট স্থগিত
- আপডেট সময় : ০৭:৫২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১ ৩০৩ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
করোনার নতুন ধরণ ‘ওমিক্রন’ বিস্তার রুখতে ১৫ ডিসেম্বর আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চালুর
সিদ্ধান্ত স্থগিত করেছে সরকার। বুধবার ভারতের ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন
(ডিজিসিএ) কর্তৃপক্ষের তরফে এমন সিদ্ধান্ত এলো। ডিজিসিএ বলেছে, করোনার নতুন
ভ্যারিয়েন্টের কারণে বৈশ্বিক দৃশ্যপটের পরিপ্রেক্ষিতে সবার সঙ্গে পরামর্শ করে পুনরায়
আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ
করা হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রী পরিষেবা চালুর তারিখ যথাসময়ে অবহিত করা হবে।
এক্ষেত্রে শুধু ভারত নয়, ওমিক্রনের রুখতে বিশ্বের বহু দেশ ইতোমধ্যেই তাদের আকাশ পথ বন্ধ
করে দিয়েছে। ইউরোপে একের পর এক দেশে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়তে শুরু করায়
ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে দেশগুলো। জানা গিয়েছে, এ পর্যন্ত ৪৪টি দেশ আফ্রিকার সঙ্গে
সকল ফ্লাইট বাতিল করেছে। এর আগে শুক্রবার প্রায় ২১ মাস পর ১৫ ডিসেম্বর থেকে
আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছিল ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি ‘ওমিক্রন’ নিয়ে উদ্বেগের মধ্যে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা
পর্যালোচনা করতে গত ২৭ নভেম্বর কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পর সর্বশেষ এই পদক্ষেপ গ্রহন
করা হয়েছে।























