এলপিজি বাজারে সিন্ডিকেটের দাপট, কৃত্রিম সংকটে ভোক্তা জিম্মি, জড়িত ব্যবসায়ীরা: জ্বালানি উপদেষ্টা
- আপডেট সময় : ০২:০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজির কারণেই দেশে এলপিজি গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, এই মূল্যবৃদ্ধির পেছনে কোনো প্রকৃত সংকট নেই, বরং বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা। তিনি জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম সীমিত পরিসরে সমন্বয় করার পরই একটি মহল সুযোগ নেওয়ার চেষ্টা করেছে।
উপদেষ্টা বলেন, অনেকে আগে থেকেই ধারণা করছিল যে এলপিজির দাম বাড়বে। বিইআরসি যখন নির্ধারিত হারে দাম সমন্বয় করেছে, তখনই খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা সেটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে অতিরিক্ত দাম নেওয়া শুরু করেছে। তিনি আরও বলেন, এই দামের অস্বাভাবিকতা কোনো স্বাভাবিক বাজার পরিস্থিতির ফল নয়, এটি সম্পূর্ণভাবে পরিকল্পিত কারসাজির মাধ্যমে ঘটানো হয়েছে।
সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে জানিয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, কেবিনেট সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন প্রতিটি জেলায় জেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পৃক্ত করে বাজার তদারকি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কারা এই কারসাজির সঙ্গে জড়িত-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, খুচরা ও পাইকারি ব্যবসায়ীরাই একসঙ্গে এই কাজটি করেছে। তিনি আশ্বস্ত করেন, ভোক্তাস্বার্থ রক্ষায় সরকার দ্রুত ব্যবস্থা নেবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।


















