ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘ-হাতি শিকারে সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা নির্বাচনী মাঠে এখনো সমান সুযোগ, সম্প্রীতির বাংলাদেশই লক্ষ্য: প্রেস সচিব ইসলামী ফিন্যান্স ও ব্যাংকিংয়ে টেকসই উন্নয়ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনের সূচনা মাদুরোর নজির টেনে কাদিরভের বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান জেলেনস্কির এবার পাতানো নির্বাচন হবে না: কড়া বার্তা প্রধান নির্বাচন কমিশনের মোদিকে শায়েস্তা করতে ট্রাম্পের কড়া পদক্ষেপ? ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ৭ লাখ ২৮ হাজার প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে ইসি এলপিজি ঘিরে নীরব অর্থনৈতিক সন্ত্রাসে জিম্মি ভোক্তা, কঠোর পদক্ষেপের দাবি ইসমত শিল্পীর কবিতা ‘অশ্রুবাষ্প’ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতিতে বাংলাদেশ: সর্বোচ্চ গুণতে সাড়ে ১৮ লাখ টাকা

এলপিজি বাজারে সিন্ডিকেটের দাপট, কৃত্রিম সংকটে ভোক্তা জিম্মি, জড়িত ব্যবসায়ীরা: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজির কারণেই দেশে এলপিজি গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, এই মূল্যবৃদ্ধির পেছনে কোনো প্রকৃত সংকট নেই, বরং বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা। তিনি জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম সীমিত পরিসরে সমন্বয় করার পরই একটি মহল সুযোগ নেওয়ার চেষ্টা করেছে।

উপদেষ্টা বলেন, অনেকে আগে থেকেই ধারণা করছিল যে এলপিজির দাম বাড়বে। বিইআরসি যখন নির্ধারিত হারে দাম সমন্বয় করেছে, তখনই খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা সেটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে অতিরিক্ত দাম নেওয়া শুরু করেছে। তিনি আরও বলেন, এই দামের অস্বাভাবিকতা কোনো স্বাভাবিক বাজার পরিস্থিতির ফল নয়, এটি সম্পূর্ণভাবে পরিকল্পিত কারসাজির মাধ্যমে ঘটানো হয়েছে।

সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে জানিয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, কেবিনেট সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন প্রতিটি জেলায় জেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পৃক্ত করে বাজার তদারকি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারা এই কারসাজির সঙ্গে জড়িত-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, খুচরা ও পাইকারি ব্যবসায়ীরাই একসঙ্গে এই কাজটি করেছে। তিনি আশ্বস্ত করেন, ভোক্তাস্বার্থ রক্ষায় সরকার দ্রুত ব্যবস্থা নেবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এলপিজি বাজারে সিন্ডিকেটের দাপট, কৃত্রিম সংকটে ভোক্তা জিম্মি, জড়িত ব্যবসায়ীরা: জ্বালানি উপদেষ্টা

আপডেট সময় : ০২:০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজির কারণেই দেশে এলপিজি গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, এই মূল্যবৃদ্ধির পেছনে কোনো প্রকৃত সংকট নেই, বরং বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা। তিনি জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম সীমিত পরিসরে সমন্বয় করার পরই একটি মহল সুযোগ নেওয়ার চেষ্টা করেছে।

উপদেষ্টা বলেন, অনেকে আগে থেকেই ধারণা করছিল যে এলপিজির দাম বাড়বে। বিইআরসি যখন নির্ধারিত হারে দাম সমন্বয় করেছে, তখনই খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা সেটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে অতিরিক্ত দাম নেওয়া শুরু করেছে। তিনি আরও বলেন, এই দামের অস্বাভাবিকতা কোনো স্বাভাবিক বাজার পরিস্থিতির ফল নয়, এটি সম্পূর্ণভাবে পরিকল্পিত কারসাজির মাধ্যমে ঘটানো হয়েছে।

সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে জানিয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, কেবিনেট সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন প্রতিটি জেলায় জেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পৃক্ত করে বাজার তদারকি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারা এই কারসাজির সঙ্গে জড়িত-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, খুচরা ও পাইকারি ব্যবসায়ীরাই একসঙ্গে এই কাজটি করেছে। তিনি আশ্বস্ত করেন, ভোক্তাস্বার্থ রক্ষায় সরকার দ্রুত ব্যবস্থা নেবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।