এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের
- আপডেট সময় : ০৭:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। দলটির সিদ্ধান্ত অনুযায়ী ২৬৮ আসনে তাদের প্রার্থীরা নির্বাচনী মাঠে থাকবেন এবং কাউকে মনোনয়নপত্র প্রত্যাহার না করার জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরোনো পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৭০টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। এর মধ্যে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় বর্তমানে ২৬৮ জন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় রয়েছেন এবং সবাইকে ভোটের মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় জোটের সঙ্গে কোনো আসন সমঝোতায় যাচ্ছে না এবং সম্পূর্ণ স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ১১ দলীয় জোটের পক্ষ থেকে আসন সমঝোতার ভিত্তিতে ২৫৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। ওই ঘোষণায় বলা হয়, জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি তিনটি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) সাতটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) দুইটি এবং নেজামে ইসলাম পার্টি দুইটি আসনে প্রার্থী দেবে।
ওই সময় তিনটি দলের আসন বণ্টনের ঘোষণা দেওয়া হয়নি, যার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াও খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) অন্তর্ভুক্ত ছিল।



















