উপকূলের দিকে এগোচ্ছে জাওয়াদ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- আপডেট সময় : ০৮:৫৩:১০ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১ ৩২৫ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি অর্জন করে উপকূলের দিকে এগোচ্ছে। সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সমুদ্র উত্তাল। ৫ ও ৬ ডিসেম্বর
কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সকল ধরনের নৌযান
চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এতে প্রায় তিনশতাধিক পর্যটক আটকা পড়েছে
সেন্টমার্টিনে। বঙ্গোপসাগর ও গভীর সাগরে মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছকাছি এসে
নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় জাওয়াদ উত্তর-
পশ্চিম দিকে অগ্রসর হয়ে উপকূলের আরও কাছে এগিয়ে এসেছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের
একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। সাগর উত্তাল রয়েছে। টেকনাফ উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তিশালী হয়ে উপকূলের
দিকে অগ্রসর হওয়ায় রবিবার সকাল থেকে সোমবার পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে
জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে মঙ্গলবার থেকে জাহাজ চলাচল শুরু
হতে পারে। তবে সবটাই নির্ভর করবে আবহাওয়ার ওপর।





















